তাঁকে ছাড়া বাংলাদেশের প্রথম ম্যাচ

২০০৭ থেকে ২০২১ সাল পর্যন্ত টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচে ছিলেন মুশফিকুর রহিমছবি: এএফপি

একটু পরেই হোবার্টের বেলেরিভ ওভালে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের ফল শেষ পর্যন্ত কী হয় কে জানে। তবে এই ম্যাচটা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে একটু অন্য রকমভাবেই লেখা থাকবে। আজই যে প্রথমবার ২০ ওভারের বিশ্বকাপে মুশফিকুর রহিমকে ছাড়াই খেলবে বাংলাদেশ। গত আগস্টে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে মুশফিকই অবশ্য ব্যাপারটা নিশ্চিত করে দিয়েছিলেন।

২০০৭ থেকে ২০২১ সাল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সাত আসরে বাংলাদেশ ম্যাচ খেলেছে ৩৩টি। সবগুলো ম্যাচেই ছিলেন মুশফিক। ২০২১ সালে চোটে না পড়লে মুশফিকের মতো ৩৩টি ম্যাচই হয়তো খেলা হতো সাকিব আল হাসানের। রেকর্ড অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিব আজ খেলবেন ৩২তম ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ

আরও পড়ুন