মুম্বাইয়ের বিপক্ষে দিল্লির একাদশে মোস্তাফিজ

মুম্বাইয়ের বিপক্ষে আজ খেলছেন মোস্তাফিজুর রহমানফাইল ছবি

ভাড়া করা বিমানে ঢাকা থেকে মোস্তাফিজুর রহমানকে উড়িয়ে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু এরপর থেকে তিন ম্যাচে দিল্লির একাদশে ছিলেন না বাংলাদেশের বাঁ হাতি পেসার। ছিলেন না ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ তালিকাতেও। অবশেষে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে দিল্লির চতুর্থ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ।

দিল্লি এর আগের তিন ম্যাচে হেরেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালসের কাছে। তিন ম্যাচেই মোস্তাফিজ জায়গা হারিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার আনরিখ নর্কিয়ের কাছে। আজ তিনি একাদশে খেলছেন আরেক দক্ষিণ আফ্রিকান রাইলি রুশোর বদলে। বিদেশি কোটায় দিল্লি আজ একজন বোলার বেশি খেলানোর কৌশল নিয়েছে।

দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পাওয়াটা কঠিনই মোস্তাফিজুর রহমানের জন্য। দলে চেতন সাকারিয়া ও খলিল আহমেদের মতো দুজন ভারতীয় বাঁহাতি পেসার আছেন। এঁদের সঙ্গে আছেন আরেক ভারতীয় পেসার মুকেশ কুমার। বিদেশিদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার আনরিখ নর্কিয়া। বিদেশি কোটায় পেসার হিসেবে আগের তিন ম্যাচে মোস্তাফিজের চেয়ে নর্কিয়াকেই বেশি কার্যকর মনে করেছে দিল্লি। মোস্তাফিজ ও আনরিখ নর্কিয়া ছাড়া দলের বাকি দুই বিদেশি অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও রোভম্যান পাওয়েল।

টসে জিতে মুম্বাই ইন্ডিয়ানস দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।