সকাল থেকে রাত—আজ দিন শুধুই টি-টোয়েন্টির
ধরুন, আপনি কোনো এক দিন সারা বেলা, মানে ২৪ ঘণ্টা একাকার করে খেলা দেখতে চান-একটার পর একটা খেলা, শুধু দেখেই যেতে চান। পুরোনো খেলা নয়। টেস্ট ক্রিকেটও নয়। এমনকি পৃথিবীর আনাচে-কানাচে চলা যে কোনো ধরনের ম্যাচও নয়। প্রতিষ্ঠিত লিগে প্রতিষ্ঠিত ক্রিকেটারদের ধুমধাড়াক্কার টি-টোয়েন্টি দেখতে চান।
তাহলে খাবার-দাবার আর প্রয়োজনীয় সব জিনিসপত্তর নিয়ে আজই বসে পড়ুন টেলিভিশনের সামনে। আজই তো আপনার সেই দিনটা। আজ ১২ জানুয়ারি, সারা দিন শুধু টি-টোয়েন্টি আর টি-টোয়েন্টি, সকাল থেকে মাঝরাত পর্যন্ত শুধু টেলিভিশনের রিমোটের বোতাম চেপে এ চ্যানেল থেকে ও চ্যানেল করুন, আপনার শখ পূরণ হয়ে যাবে।
পুরোনো নয়, যেনতেন জায়গারও নয়। ভিন্ন ভিন্ন দেশে, ভিন্ন ভিন্ন রঙে-ঢঙে সকাল থেকে রাতের প্রথম প্রহর পর্যন্ত শুধু টি-টোয়েন্টি আর টি-টোয়েন্টি। নিশ্চিত থাকতে পারেন, এমন টি-টোয়েন্টিময়র দিন-রাত্রি আগে কখনো আসেনি!
কেন আসেনি, সেটি বুঝবেন সূচির দিকে তাকালেই। আজকের দিনটায় খেলা আছে শীর্ষস্থানীয় পাঁচটি টি-টোয়েন্টি লিগে। বাংলাদেশের বিপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকার এসএ ২০, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ এবং সংযুক্ত আরব আমিরাতের আইএলটিটোয়েন্টি-ম্যাচ আছে পাঁচ লিগেই।
বিপিএল, বিগ ব্যাশ ও সুপার স্ম্যাশের ২০২৫ মৌসুম শুরু হয়েছে গত মাসেই। দক্ষিণ আফ্রিকার এসএ ২০ শুরু হয়েছে ৯ জানুয়ারি। আর সহযোগী সদস্য দেশের টুর্নামেন্টগুলোর মধ্যে আইসিসির স্বীকৃতি পাওয়া প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটিটোয়েন্টি শুরু হয়েছে গতকাল।
এর মধ্যে গতকাল একসঙ্গে চারটি লিগের ম্যাচ থাকলেও বিপিএলে ছিল না। আজ বিপিএলেও ম্যাচ আছে। যে কারণে ২০২৫ সালে একই দিনে পাঁচ লিগের ম্যাচ হতে যাচ্ছে আজই প্রথম।
শুরুটা হবে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট দিয়ে। বাংলাদেশ সময় সকাল ৯টা ২৫ মিনিটে শুরু হবে সুপার স্ম্যাশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট-ওটাগো ম্যাচ। এই ম্যাচে চোখ রাখলে দেখতে পারবেন উইল ইয়াং, গ্লেন ফিলিপস, এজাজ প্যাটেলদের খেলা।
সুপার স্ম্যাশে আজ এই একটিই ম্যাচ। এর পরের টি-টোয়েন্টি ম্যাচটি দেখতে পারবেন বাংলাদেশের সিলেট থেকে। সেখানে দুপুর দেড়টায় শুরু হবে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ। যদি কোনো কারণে এই ম্যাচ দেখতে ভালো না লাগে, তাহলেও ‘ওয়াচিং টাইম’ বিফলে যাওয়ার সুযোগ নেই। কারণ সোয়া দুইটায় বিগ ব্যাশ লিগের খেলায় মেলবোর্নে মাঠে নামবে রেনেগেডস ও মেলবোর্ন স্টার্স।
বিকেল চারটার দিকে দর্শক হিসেবে দ্বিধায় পড়ে যেতে পারেন। ওই সময় আপনার সামনে হাজির হবে আইএলটিটোয়েন্টিও। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিকেল চারটায় মাঠে নামবে আবুধাবি নাইট রাইডার্স ও ডেসার্ট ভাইপার্স।
আন্দ্রে রাসেল-সুনীল নারাইন ও ফখর জামান-মোহাম্মদ আমিরদের ম্যাচটি শেষ হওয়ার আগেই শুরু হয়ে যাবে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ। সিলেটে সাড়ে ছয়টায় মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস।
এর এক ঘণ্টা পর ধুমধাড়াক্কা ক্রিকেটের এ মিছিলে যোগ দেবে এসএ ২০–এর প্রিটোরিয়া ক্যাপিটালস-ডারবান সুপার জায়ান্টস ম্যাচ। তবে খেলা এখানেই থামবে না। কারণ রাত ৮ টায়ও আরেকটি ম্যাচ আছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে গালফ জায়ান্টস ও শারজা ওয়ারিয়র্স। যা শেষ হতে হতে প্রায় ১২টা বাজবে।
তাই সকাল সাড়ে ৯টা থেকে অন্তত রাত সাড়ে ১১ টা, সেন্ট্রাল ডিস্ট্রিক্ট থেকে দুবাই পর্যন্ত ১৪ ঘণ্টার মধ্যে হবে সাত-সাতটি টি টি-টোয়েন্টি ম্যাচ দেখার প্রস্তুতি নিয়ে রাখুন। সব কটিই আইসিসি স্বীকৃত লিগের এবং বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে।
তবে এমনটা শুধু আজই নয়, আগামী দুই সপ্তাহের মধ্যে এমন টি-টোয়েন্টিময় দিন আছে আরও কয়েকটি। পাঁচ লিগেই ম্যাচ আছে ১৩,১৬, ১৭,১৯, ২২ ও ২৭ জানুয়ারি। এর মাঝের দিনগুলোতেও একাধিক লিগে ম্যাচ আছে, তবে একসঙ্গে পাঁচ লিগে নয়। ২৭ জানুয়ারি বিগ ব্যাশের ফাইনাল হয়ে গেলে এ বছরের মতো একই দিনে পাঁচ লিগ আর দেখা যাবে না।
দিন-রাত টি-টোয়েন্টির নেশায় বুঁদ হতে চাইলে পুরো বছরে ৭টা দিনই পেতে চলেছেন। কী, সারা দিন খেলা দেখার চেষ্টাটা করে দেখবেন নাকি?