বিশ্বকাপে মিচেল মার্শের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও পাকিস্তান

মিচেল মার্শছবি: টুইটার থেকে

ওয়ানডে বিশ্বকাপ এল বলে। ভারতে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু আগামী ৫ অক্টোবর। কারা খেলবে বিশ্বকাপের ফাইনাল, সেমিফাইনালে যাবে কারা—এটাই তো এমন প্রশ্নগুলোর উত্তর খোঁজার সেরা সময়।

এর আগে বিশ্বকাপের ফাইনালিস্ট, সেমিফাইনালিস্ট নিয়ে যাঁরা ভবিষ্যদ্বাণী করেছেন, তাঁদের বেশির ভাগই সাবেক ক্রিকেটার। এবার অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শও বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটারের চোখে দুই ফাইনালিস্ট কারা?

আরও পড়ুন

সম্প্রতি ক্লাব প্রেইরি ফায়ার নামের ইউটিউব চ্যানেলের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মার্শ। যে অনুষ্ঠানে অতিথি ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ও ইংলিশ কিংবদন্তি মাইকেল ভন।

রোহিত শর্মা, বিরাট কোহলিরা এবার বিশ্বকাপ খেলবেন দেশের মাটিতে। ঘরের মাঠে হওয়া সর্বশেষ বিশ্বকাপ জেতা ভারতকে এবারও অনেকেই ফেবারিট মনে করছেন। ফেবারিটের তালিকায় আছে তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা পেস আক্রমণের দল পাকিস্তানও। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও রাখতে হবে ফেবারিটের তালিকায়। ভন বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেব এই তিন দলের নামই উল্লেখ করেছেন।

ভারত, পাকিস্তান না ইংল্যান্ড, কে হবে চ্যাম্পিয়ন—এই প্রশ্নে মার্শ দুই ফাইনালিস্টের নাম বলেছেন। তবে সেটা বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড কিংবা স্বাগতিক ভারত নয়। মার্শের মতে ফাইনাল খেলবে তাঁর দল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার বলেছেন, ‘সত্যি বলতে, আমার মনে হয় অস্ট্রেলিয়া ও পাকিস্তান ফাইনাল খেলবে।’ ভারতকে ফাইনালে না রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সমর্থকেরা যে মার্শকে ধুয়ে দেবেন, সেই কথা মনে করিয়ে দেন ভন।

এই কথার পরিপ্রেক্ষিতে মার্শ জানান, এমন অভিজ্ঞতা তাঁর আগেও হয়েছে, ‘কয়েক মাস আগে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিশ্বকাপে ভারত–অস্ট্রেলিয়া ম্যাচের স্কোরকার্ড কেমন হতে পারে। আমি বলেছিলাম, অস্ট্রেলিয়া ২০৭ আর ভারত ৬৫ রানে অলআউট। কল্পনা করতে পারছেন, আমার সামাজিক যোগাযোগমাধ্যমে কী পরিমাণ ভারতীয় সমর্থকেরা ভিড় করেছিল। আমার মনে হয় না, তারা আমার মজাটা ধরতে পেরেছে।’

আরও পড়ুন