‘আদর্শ নয়, তবু এনামুল’

ঘরোয়া ক্রিকেটে ভালো করে আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন এনামুল হক (বিজয়)। আজ চট্টগ্রামে অনুশীলনেশামসুল হক

বাংলাদেশের দলের প্রধান সমস্যা কী? সমস্যা আছে অনেক। তবে এখন তালিকা করতে গেলে সবার আগে হয়তো আসবে ওপেনিং সমস্যা। সেই সমস্যা সমাধানে ডিপিএল খেলতে থাকা এনামুল হককে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে নেওয়া হয়েছে। ওয়ানডে থেকে হঠাৎ করে এনামুলকে টেস্টে নেওয়ার প্রক্রিয়াকে আদর্শ নয় বলছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

ওপেনিং যে মাথাব্যথার কারণ, সেটা ম্যাচের আগের দিন অনুশীলন দেখেও বোঝা গেল। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিন ওপেনার সাদমান ইসলাম, মাহমুদুল হাসান ও এনামুল হককে নিয়ে আলাদ কাজ করেছেন।

এটা আদর্শ পদ্ধতি নয়। কিন্তু যেভাবে টুর্নামেন্টগুলো সাজানো বাংলাদেশে, আপনার চার দিনের টুর্নামেন্ট বছরের শেষের দিকে। এখন ডিপিএলের সময়, এখানে আমাদের পছন্দের কোনো সুযোগ নেই।
ফিল সিমন্স, প্রধান কোচ, বাংলাদেশ

সাদমান ইসলাম–মাহমুদুল হাসান ঘুরছেন ব্যর্থতার বৃত্তে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে দুজনই রান পাননি। দুজনের খেলা মোট চার ইনিংসের মধ্যে মাহমুদুল সর্বোচ্চ ৩৩ রান করেছেন দ্বিতীয় ইনিংসে, তা–ও দুবার জীবন পেয়ে। উদ্বোধনী জুটিতে প্রথম ইনিংসে উঠেছে ৩১, পরের ইনিংসে ১৩। অবশ্য টেস্টে ওপেনিংয়ে সর্বশেষ ১২ ইনিংসেই কোনো পঞ্চাশোর্ধ্ব রানের জুটি পায়নি বাংলাদেশ। এনামুল কি এই সমস্যার সমাধান হতে পারবেন? এটার উত্তর হয়তো সময়ই দেবে। তবে আপাতত প্রশ্ন উঠছে, তাঁর এভাবে দলে আসা নিয়ে।

চট্টগ্রামে অনুশীলনে তানভীর ইসলামের সঙ্গে এনামুল হক (ডানে)
প্রথম আলো

আজ সংবাদ সম্মেলনে এসে যে প্রক্রিয়াকে আদর্শ নয় বলেছেন প্রধান কোচ। যদিও তাঁর কথাতে এটাও স্পষ্ট, তাঁদের আর কোনো বিকল্পও ছিল না, ‘এটা আদর্শ পদ্ধতি নয়। কিন্তু যেভাবে টুর্নামেন্টগুলো সাজানো বাংলাদেশে, আপনার চার দিনের টুর্নামেন্ট বছরের শেষের দিকে। এখন ডিপিএলের সময়, এখানে আমাদের পছন্দের কোনো সুযোগ নেই। আমরা জানি, উদ্বোধনী জুটি বেশ অনেকটা সময় ধরেই আমাদের জন্য সমস্যার কারণ।’

আরও পড়ুন

৩২ বছর বয়সী এনামুল সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের জুনে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাঁর। যদিও এখন পর্যন্ত মাত্র পাঁচটি টেস্ট ম্যাচই খেলেছেন, তাতে খুব একটা সুবিধা করতে পারেননি, করেছেন মাত্র ১০০ রান।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে চারটি সেঞ্চুরি করেছেন এনামুল হক
প্রথম আলো

তবে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে আছেন এনামুল। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ৮৭৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই ওপেনার।

লাল বলেও এনামুল রান করেন নিয়মিত। গত জাতীয় ক্রিকেট লিগে ৭ ম্যাচে ৬৭.৩৭ গড়ে ৭০০ রান করেছিলেন। চার দিনের ম্যাচের ওই টুর্নামেন্টে তাঁর চেয়ে বেশি রান ছিল মাত্র একজনের। মানে বড় রান করার অভ্যাস আছে এই ওপেনারের। এখন সুযোগটা কাজে লাগাতে পারলেই হয়…!

আরও পড়ুন