বাবরের পাশে কপিল দেব

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমছবি: এএফপি

বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতার সব দায় যেন বাবর আজমের! পাকিস্তানের বেশির ভাগ সাবেক ক্রিকেটারদের আলোচনা শুনলে এ রকমই মনে হয়। ধারণা করা হচ্ছে, প্রথম পর্ব থেকেই ছিটকে পড়া পাকিস্তান দলের ভরাডুবির বলির পাঁঠা হতে পারেন বাবর। হারাতে পারেন নেতৃত্ব।

বাবরের এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। একটি ইউটিউব পডকাস্টে ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়ক কপিল বলেছেন, বাবরকে সাম্প্রতিক ফর্ম দিয়ে বিবেচনা করাটা ঠিক হবে না।

আরও পড়ুন

পাকিস্তানের বিশ্বকাপটা শুরু হয়েছিল টানা দুটি জয়ে। তবে পরের চারটি ম্যাচে হেরে যায় তারা। এরপর দুটি ম্যাচ জিতে আবার নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে বাবর আজমের দল। অধিনায়ক বাবরও ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি। ৯ ম্যাচে চারটি অর্ধশতকসহ ৪০ গড়ে করেছেন ৩২০ রান। তাঁর অধিনায়কত্ব নিয়েও আছে সমালোচনা।

কিন্তু কপিল দেব বলেছেন, ‘আপনি আজ যদি বলেন বাবর আজম অধিনায়ক হিসেবে ঠিক পছন্দ নয়, তার মানে আপনি তার সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকাচ্ছেন। সে সেই একই অধিনায়ক আছে, যে কিনা ছয় মাস আগে পাকিস্তানকে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর দল বানিয়েছিল।’

আরও পড়ুন
ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব
ছবি : রয়টার্স

কপিল দেব এরপর যোগ করেন, ‘কেউ যখন শূন্য রানে আউট হয়, ৯৯ শতাংশ মানুষ চাইবে তাকে বাদ দেওয়া হোক। আবার কোনো সাধারণ মানের খেলোয়াড় এসে যদি দুর্দান্ত একটি শতক করে, তাকেই মানুষ তারকা বলবে। তাই সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকাবেন না। খেলাটার প্রতি তার মনোভাব কী, তার আবেগ কতটা এবং সে কতটা প্রতিভাবান; সেটাই দেখুন।’

এর আগে বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল অনুষ্ঠানে রমিজ রাজাও বাবরের পাশে দাঁড়িয়েছেন। তিনি সেখানে একটি শঙ্কার কথাও বলেছেন, ‘তার ওপর এত চাপ যে সে নিজে থেকেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারে।’

আরও পড়ুন