সিরিজে সবচেয়ে বেশি রান কার, উইকেটেও শীর্ষে কে

বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা পাশাপাশি রেখে রাওয়ালপিন্ডিতে টেস্ট দেখেছেন ক্রিকেটপ্রেমীরাএএফপি
দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। সিরিজে দুই দলের ব্যাটিং ও বোলিং গড়ই বলে দিচ্ছে সিরিজে বোলারদের কতটা প্রাধান্য ছিল। তবে মুশফিক, লিটন, মিরাজের দারুণ কিছু ইনিংসই পার্থক্য গড়ে দিয়েছে সিরিজে।