শ্রীলঙ্কার কাছে হারের কারণ আর পরের ম্যাচের করণীয় জানালেন নিগার সুলতানা

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা বিনিময়ছবি: এএফপি

নিগার সুলতানা-সালমা খাতুনরা স্বপ্ন দেখছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার। সেই স্বপ্নপূরণে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু কাল কেপটাউনে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের বড় হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ। যা কিনা টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের টানা ১৩তম হার।

দক্ষিণ আফ্রিকায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ১-এ বাংলাদেশের চার প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ও বর্তমানে মেয়েদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর দল অস্ট্রেলিয়াসহ র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড, পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ও অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কা।

আরও পড়ুন
পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করেছে বাংলাদেশ নারী দল
ছবি: টুইটার

গ্রুপ ১-এ প্রতিপক্ষ চার দলের শক্তি বিবেচনায় শ্রীলঙ্কাকে তুলনামূলক সহজ প্রতিদ্বন্দ্বী ধরে নিয়েছিলেন নিগাররা। সেই দলের কাছেই শুরুর ম্যাচে হেরে যাওয়ায় ধাক্কা খেয়েছে তাঁদের সেমিফাইনালে খেলার স্বপ্ন। ম্যাচ শেষে হারের কারণ বিশ্লেষণ করেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। একই সঙ্গে পরের ম্যাচগুলোতে কী করতে হবে, সতীর্থদের উদ্দেশে সেটাও বললেন তিনি।

পাওয়ার প্লের সময় আমাদের ব্যাটিং দুর্দান্ত ছিল। কিন্তু ৬ ওভারের পর আমরা কোনো বাউন্ডারি পাইনি। এরই মূল্য দিতে হয়েছে। আমরা পরের ম্যাচগুলোতে পাওয়ার প্লের এই ব্যাটিংটা করে যেতে চাই। বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে আমাদের।
নিগার সুলতানা, বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক

টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪৮ রান তুলে শুরুটা ভালোই করেছিল। ১০ ওভারে করেছিল ৩ উইকেটে ৭২ রান। এরপর বাজে ব্যাটিং ও বাজে রানিং বিটুইন দ্য উইকেটের মূল্য দিয়ে শেষ ১০ ওভারে ৫৪ রান তুলতে পারে বাংলাদেশ, এ সময়ে হারায় ৫ উইকেট। সব মিলিয়ে ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১২৬।

৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার মারুফা
ছবি: এএফপি

ম্যাচ শেষে নিগার সুলতানা হারের জন্য দুষলেন শেষ দিকের এই ছন্নছাড়া ব্যাটিংকে, ‘পাওয়ার প্লের সময় আমাদের ব্যাটিং দুর্দান্ত ছিল। কিন্তু ৬ ওভারের পর আমরা কোনো বাউন্ডারি পাইনি। এরই মূল্য দিতে হয়েছে।’ পাওয়ার প্লের ৬ ওভারে কোনো ছয় না পেলেও বাংলাদেশের ব্যাটাররা ৪ মেরেছেন ১০টি। এরপর আর কোনো বাউন্ডারি মারতে পারেননি বাংলাদেশের কেউ। ইনিংসের শেষ বলে চার রান আসে অতিরিক্ত খাত থেকে।

পরের ম্যাচগুলোতে নিগার সুলতানা দলের কাছে কী চান, সেটা বললেন এভাবে, ‘আমরা পরের ম্যাচগুলোতে পাওয়ার প্লের এই ব্যাটিংটা করে যেতে চাই। বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে আমাদের। শেষ দিকে আমরা উইকেটও বেশি হারিয়েছি।’
ফিল্ডিংয়ে নেমে শ্রীলঙ্কার মাত্র ৩টি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। তিনটিই নিয়েছেন অনূর্ধ্ব-১৯ দল থেকে বিশ্বকাপের দলে ডাক পাওয়া পেসার মারুফা আক্তার। এর জন্য ৪ ওভারে দিয়েছেন ২৩ রান।

আরও পড়ুন
বাংলাদেশকে এমন আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন মারুফা। শেষ পর্যন্ত অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ
ছবি: টুইটার

১৮ বছর বয়সী এই পেসারকে নিয়ে উচ্ছ্বসিত নিগার সুলতানা, ‘মারুফা আজ সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। সে মাত্রই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে এসেছে এবং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা দেখিয়েছে।’ নিগার এখন আগামীকাল নিজেদের পরের ম্যাচের দিকে তাকিয়ে আছেন, ‘আমরা এখন অস্ট্রেলিয়াকে নিয়ে ভাবছি।’