শরীফুলের পায়ে চোট

পায়ে চোট পাওয়ার পর ব্যথায় কাতরাচ্ছেন শরীফুলছবি: শামসুল হক

খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। একাদশে থাকা ক্রিকেটাররা প্রস্তুত হচ্ছিলেন মাঠে নামার। আর বাকিরা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটফিল্ডে ফিল্ডিং অনুশীলন করছিলেন।

ঠিক তখনই ক্যাচ ধরতে গিয়ে পায়ে চোট পান শরীফুল ইসলাম। তাঁকে নিয়ে যেতে স্ট্রেচারও আনা হয়েছিল। পরে ফিজিও বায়েজিদ ইসলাম ও ট্রেনার নিক লির কাঁধে ভর করে মাঠ ছাড়েন এই বাঁহাতি পেসার।

আরও পড়ুন

চট্টগ্রাম টেস্টের একাদশে নেই শরীফুল। দুই পেসার হিসেবে একাদশে আছেন খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।

আউটফিল্ডে ফিল্ডিং অনুশীলনের সময় চোট পেয়ে ফিজিওর সহায়তায় মাঠ ছাড়ছেন শরীফুল
ছবি: শামসুল হক

শরীফুল সর্বশেষ টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায়। সেটাও জুন মাসের কথা। বাংলাদেশের হয়ে তাঁর সর্বশেষ ম্যাচ ছিল গত মাসে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ তাঁকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময় তাসকিন আহমেদের চোটের কারণে ব্যাকআপ হিসেবে শরীফুলকে দলে নেওয়া হয়।

ওয়ানডে সিরিজে তিনি কোনো ম্যাচ খেলেননি। দেশের হয়ে শরীফুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত আগস্টে, জিম্বাবুয়ে সফরে।