চোট থেকে ফিরেই বিশ্বকাপ দলে আর্চার

ফিরছেন আর্চারইনস্টাগ্রাম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে ফিরেছেন দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করা পেসার জফরা আর্চার। গত বছর সেপ্টেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা পেসার ক্রিস জর্ডানও দলে ফিরেছেন।

তাঁকে সুযোগ দিতে বাদ পড়তে হয়েছে ক্রিস ওকসকে। অভিষেকের অপেক্ষায় থাকা স্পিনার টম হার্টলিও সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে। বিশ্বকাপে নেতৃত্ব দেবেন যথারীতি জস বাটলার।

কনুই ও আঙুলে পাওয়া চোটে প্রায় দুই বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন আর্চার। এ সময়ে মিস করেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিন দফা শল্যবিদের ছুরির নিচেও যেতে হয়েছে তারকা ইংলিশ পেসারকে। পুরোপুরি সেরে ওঠার পর গত বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ দিয়ে মাঠে ফেরেন আর্চার।

মার্চে বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫ ম্যাচ খেলে ভারতে যান আইপিএলে অংশ নিতে। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে কয়েকটি ম্যাচেও খেলেছিলেন। তবে আবার কনুইয়ের চোটে পড়ায় ছিটকে যান মাঠের বাইরে। দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকলেও খেলা হয়নি ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপেও। সেই আর্চার এখন জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ফিরতে যাচ্ছেন।

আরও পড়ুন

ওকস ইংল্যান্ডের সাদা বলের দলে নিয়মিত মুখ ছিলেন। তাঁর বাদ পড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দলের একমাত্র চমক বলা যায়। এ ক্ষেত্রে লোয়ার অর্ডারে জর্ডানের বড় শট খেলার সামর্থ্যেই তাঁকে এগিয়ে রেখেছে। ২০২৩ সালে ভাইটালিটি ব্ল্যাস্টের পর থেকে স্বীকৃত টি-টোয়েন্টিতে জর্ডানের গড় ৩০.০৫, স্ট্রাইকরেটে ১৬০.৫৩। তাঁর ফিল্ডিং ও ডেথ বোলিংও নিঃসন্দেহে বিবেচনায় এসেছে।

বিশ্বকাপের আগে আগামী ২২ মে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ। এই সিরিজের আগেই আইপিএলে খেলতে থাকা ইংলিশ ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৪ জুন বার্বাডোজে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী (সহ-অধিনায়ক), স্যাম কারেন, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড, রিস টপলি।
আরও পড়ুন