সেই হেডিংলিতে এবার স্টোকসদের লক্ষ্য ২৫১

২৭ রান তুলে তৃতীয় দিনটা শেষ করেছেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি (বাঁয়ে) ও বেন ডাকেটরয়টার্স

চার বছর আগে বেন স্টোকসের মহাকাব্যিক এক ইনিংস হেডিংলি টেস্টে জিতিয়েছিল ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের সেই ম্যাচে ইংলিশদের লক্ষ্য ছিল ৩৫৯ রান। চার বছর পর সেই হেডিংলিতে ম্যাচ জিততে তুলনামূলক সহজ লক্ষ্যই পেয়েছে ইংল্যান্ড। অ্যাশেজ পুনরুদ্ধার করার স্বপ্ন বাঁচাতে চতুর্থ ইনিংসে ২৫১ রান করতে হবে বেন স্টোকসদের।

আজ বৃষ্টি-বিঘ্নিত তৃতীয় দিন শেষে ব্যবধানটাকে ২২৪ রানে নামিয়ে এনেছে ইংল্যান্ড। দলটির হাতে আছে ১০ উইকেট।

ফিফটির পর অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড
রয়টার্স

হেডিংলিতে বাজে আবহাওয়ার কারণে দিনের খেলা শুরু হতে হতে বেজে যায় স্থানীয় সময়ে বিকেল পৌনে পাঁচটা। ৪ উইকেটে ১১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়া ২০.১ ওভারেই হারায় শেষ ৬ উইকেট। দলটির ২২৪ রানের ইনিংসে সর্বোচ্চ ৭৭ রান ট্রাভিস হেডের।

ইংলিশ পেসারদের তোপে অন্য প্রান্তের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও হেড ফিরেছেন শেষ ব্যাটসম্যান হিসেবে। তাঁর ১১২ বলের ইনিংসটি সাজানো ৭টি চার ও ৩ ছক্কায়। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মিচেল মার্শ এবার করেছেন ২৮ রান।

টেস্টে ব্রডের উইকেট এখন ৫৯৮টি
এএফপি

ইনিংসে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের তৃতীয় শিকার হেড। ৫৯৮ টেস্ট উইকেটের মালিক ব্রডই (৩/৪৫) ইংল্যান্ডের সেরা বোলার। ৬৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন এই টেস্টেই দলে ফেরা আরেক পেসার ক্রিস ওকস। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মার্ক উড এবার নিয়েছেন ২ উইকেট।

এরপর ব্যাটিংয়ে নেমে ৫ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি ৯ ও বেন ডাকেট ১৮ রান নিয়ে দিন শেষ করেছেন।

আরও পড়ুন