গিলের সেঞ্চুরিতে কোহলিদের বিদায় করে মুম্বাইকে প্লে–অফে তুলল গুজরাট

সেঞ্চুরি করে দলকে জেতানোর পর শুবমান গিলছবি: আইপিএল

আইপিএলে সেঞ্চুরির রেকর্ড গড়ার দিনটায় শেষ হাসি হাসতে পারলেন না বিরাট কোহলি। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে বিদায় নিয়েছে প্লে-অফের আগেই।

শুবমান গিলের অসাধারণ এক সেঞ্চুরিতে ম্লান কোহলির সেঞ্চুরি। কোহলির মতোই টানা দ্বিতীয় সেঞ্চুরি করে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে জিতিয়েছেন গিল। ইনিংসের শেষ ওভারে বৈধ প্রথম বলটায় ছক্কা মেরে সেঞ্চুরি ছুঁয়ে শুধু গুজরাটকে জিতিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের মুখেও হাসি ফুটিয়েছেন গিল।

দিনের প্রথম ম্যাচে ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে কোহলিদের গুজরাটের দিকে তাকিয়ে ছিল মুম্বাইকাররা। গুজরাট তাদের বিমুখ করেনি। অসাধারণ এক রান তাড়ায় ৫ বল ও ৬ উইকেট হাতে রেখে বেঙ্গালুরুকে হারিয়ে মুম্বাইকে নিয়ে গেছে প্লে-অফ।

কোহলির সেঞ্চুরি জেতাতে পারেনি বেঙ্গালুরুকে
ছবি: আইপিএল

১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে লিগ পর্ব শেষ করা গুজরাট মঙ্গলবার চেন্নাইয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। বুধবার চেন্নাইয়েই এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে মুম্বাই ইন্ডিয়ানস।

পয়েন্ট তালিকা

প্রথম পর্বের শেষ ম্যাচে আজ বেঙ্গালুরুতে কোহলির ৬১ বলের ১০১ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৯৭ রান তোলে স্বাগতিকেরা। রান তাড়ায় তৃতীয় ওভারে ঋদ্ধিমান সাহাকে হারায় গুজরাট। ২৫ রানে প্রথম উইকেট হারানোর পর ওয়ানডাউনে নামা বিজয় শংকরকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১২৩ রানের জুটি গড়েন গিল। ৩৫ বলে ৫৩ রান করেছেন শংকর। শংকর যখন কোহলির হাতে ক্যাচ দিলেন ১৪.৫ ওভারে গুজরাটের স্কোর ১৪৮/২। ২ রান পর দাসুন শানাকা ও ১৭১ রানে ডেভিড মিলারের বিদায়ের পর একটু চাপে পড়ে গিয়েছিল গুজরাট।

আরও পড়ুন
ফিফটির পর বিজয় শংকর
ছবি: এএফপি

গিল অবশ্য এক পাশে অবিচলই ছিলেন। মিলার আউটের পর শেষ ১৪ বলে ২৭ রান দরকার ছিল গুজরাটের। ১৮তম ওভারের শেষ বলে ছক্কা মারা গিল পরের ওভারে রাহুল তেওয়াতিয়াকে নিয়ে যোগ করেন আরও ১১ রান।

৬ বলে ৮ রানের প্রয়োজন নিয়ে শেষ ওভারটা শুরু করে গুজরাট। টানা দ্বিতীয় সেঞ্চুরি থেকে গিলের দূরত্ব তখন ২ রানের। ওয়েইন পারনেল করা প্রথম বলটা ছিল হাই ফুল টস।আম্পায়ার না দিলেও রিভিউ নিয়ে নো বল আদায় করেন গিল। পরের বলে ওয়াইড দিলেন পারনেল। এবার বেঙ্গালুরু রিভিউ নিলেও ওয়াইড ঠেকাতে পারেনি। পারনেলের তৃতীয়বার করা ‘প্রথম বল’টায় লং অন দিয়ে ছক্কা মেরে এক ঢিলে দুই পাখি মেরে দিলেন গিল। ৫২ বলে ১০৪ রানে অপরাজিত থাকা গিলের ম্যাচে এটি ছিল অষ্টম ছক্কা।

আরও পড়ুন