ওয়েস্ট ইন্ডিজে সাইফের ৫ ঘণ্টার লড়াই

সাইফ হাসানফাইল ছবি: প্রথম আলো

সেন্ট লুসিয়ায় দ্বিতীয় চার দিনের ম্যাচে কাল দ্বিতীয় দিনে অর্ধশতক তুলে নিয়েছেন বাংলাদেশের ‘এ’ দলের ব্যাটসম্যান সাইফ হাসান।

২৩ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন সাইফ। দ্বিতীয় দিনে চার সতীর্থ ব্যাটসম্যান ফিরে গেলেও সাইফকে তুলে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। এখন পর্যন্ত প্রায় ৫ ঘন্টা ব্যাট করেছেন সাইফ।

৫ উইকেটে ১৫৭ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। ২১৭ বলে ৬৩ রানে এক প্রান্ত আগলে রেখেছেন সাইফ। উইকেটকিপার জাকের আলী ১৬ বলে ০ রানে অপরাজিত। এর আগে ৩৪ ওভারে ১ উইকেটে ৬৯ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ ‘এ’ দল। কাল সারা দিনে ৫০ ওভারের খেলা হয়েছে। এ সময় ৪ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে মোহাম্মদ মিঠুনের দল।

বৃস্টি-বিঘ্নিত এ ম্যাচে দ্বিতীয় দিনের মধ্যাহৃভোজনের আগে খেলা শুরু হয়নি। তবে খেলা শুরুর পর বেশিক্ষণ থাকতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। দ্বিতীয় দিনে আরও ২০ বল খেলে ৩ রান যোগ করে অ্যান্ডারসন ফিলিপের বলে ধরা পড়েন সাদমান। ১১৮ বলে ২৫ রানে আউট হন এই বাঁহাতি। এর মধ্য দিয়ে ভেঙে যায় সাইফ-সাদমানের ৪৫ রানের জুটি। বাংলাদেশ তখন ৩৯.৫ ওভারে ২ উইকেটে ৭৪।

ফজলে মাহমুদ এসে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সাইফকে। ৪৭ বলে ১৪ রানে আউট হন তিনি। দলীয় ১০৮ ও ১২৮ রানে ফজলে মাহমুদ এবং অধিনায়ক মিঠুনকে হারায় বাংলাদেশ ‘এ’ দল। ১৪ বলে ১৪ রান করে আউট হন মিঠুন।

জাকির হাসান এসে লড়াইয়ের চেস্টা করেন বেশ কিছুক্ষণ। ৫৬ বলে ১৫ রানে আউট হন ছয়ে নামা এই ব্যাটসম্যান। এরপর ৪১ বলে ৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দ্বিতীয় দিন পার করেন সাইফ ও জাকের আলী। দুই দিন মিলিয়ে এ পর্যন্ত ২৯৫ মিনিট ব্যাট করেছেন সাইফ। ৬ চার ও ১ ছক্কার এই ইনিংসে ১৮৬ বল ‘ডট’ দিয়েছেন সাইফ।

ওয়েস্ট ‘এ’ দলের বাঁহাতি পেসার কলিন আর্চিবল্ড ৩১ রানে ৩ উইকেট নেন।