আজও কলকাতার একাদশে নেই লিটন

প্রথম ম্যাচে ৪ রান করেছিলেন লিটন দাসছবি: এএফপি

আজও একাদশে সুযোগ পেলেন না লিটন দাস। নিজের খেলা প্রথম ম্যাচের ব্যর্থতার কারণেই টানা দুই ম্যাচে একাদশের বাইরে থাকতে হলো লিটনকে। দলে না থাকলেও ইমপ্যাক্ট ক্রিকেটারের তালিকাতে আছেন এই বাংলাদেশি ওপেনার।

গত ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে মূল একাদশে লিটনের জায়গায় কলকাতা নিয়েছিল নামিবিয়ান তারকা ডেভিড ভিসাকে। পারফর্ম করতে ব্যর্থ হলেও বেঙ্গালুরুর বিপক্ষে একাদশে জায়গা ধরে রেখেছেন এই নামিবিয়ান।

বেঙ্গালুরুর বিপক্ষে বিদেশি ক্রিকেটার হিসেবে ভিসা ছাড়াও কলকাতার একাদশে আছেন জেসন রয়, আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। এই ম্যাচে কলকাতার একমাত্র পরিবর্তন—ভৈভব আরোরা, কুলওয়ান্ত খিজরোলিয়ার জায়গায় খেলবেন এই পেসার। চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু।

এখন পর্যন্ত আইপিএলে একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন লিটন
ছবি: কেকেআর নাইট ক্লাব

আইপিএল খেলতে লিটন ৯ এপ্রিল ভারত গেছেন। এখন পর্যন্ত আইপিএলে একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন লিটন। সে ম্যাচটি লিটন ভুলেই যেতে চাইবেন।

ব্যাট হাতে ৪ রানে আউট হওয়ার পাশাপাশি উইকেটকিপার হিসেবেও ভালো করতে পারেননি। স্টাম্পিংয়ের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সও হেরেছিল সেই ম্যাচে।

এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে কলকাতার জয় মাত্র দুটিতে। সমান ম্যাচে বেঙ্গালুরুর জয় চারটিতে।