বুমরা একা আর কত ‘বাঁধ’ দেবেন

যশপ্রীত বুমরাএএফপি

যশপ্রীত বুমরা একা কী করবেন? হেডিংলি টেস্টের পর ভারতীয় সমর্থকদের মনে এই প্রশ্নটাই ঘুরছে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বুমরা কোনো উইকেট পাননি। ভারতের অন্য কোনো বোলারও জ্বলে উঠতে পারেননি।

অবশ্য এমনই হয়ে আসছে দিনের পর দিন। টেস্টের চতুর্থ ইনিংসে যে ছয়বার বুমরা উইকেটশূন্য ছিলেন, ছয়বারই হেরেছে ভারত। হেডিংলি টেস্ট তাতে নতুন সংযোজন। বোলারদের এই পারফরম্যান্সের পর সমালোচনা করেছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিশেষ করে মোহাম্মদ সিরাজের।

সিরাজ হেডিংলিতে প্রথম ইনিংসে ২৭ ওভারে রান দিয়েছেন ১২২ রান। দ্বিতীয় ইনিংসে ছিলেন উইকেটশূন্য। পাঁচ বছর ধরে টেস্ট খেলা সিরাজের বোলিং নিয়ে খেপেছেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘সিরাজের কাছে আমার একটাই প্রশ্ন—তুমি কি রান আটকাতে পারো না? তোমার দরকার নেই উইকেট তোলার, কিন্তু প্রতি ওভারে ৪-৫ রান যদি দিয়ে যাও, তাহলে বুমরাকে বারবার আক্রমণে আনতে হয়। বুমরা একা কত বাঁধ দেবে?’

সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন
এএফপি

অশ্বিন আরও বলেছেন, ‘বুমরাও তো ক্লান্ত হয়, তার স্পেলগুলো দীর্ঘ হয়, ফলে ততক্ষণে প্রতিপক্ষের জুটি গড়ে ওঠে। তখন বাধ্য হয়ে জাদেজাকে আনতে হয় রান আটকাতে। প্রসিদ্ধ নতুন, প্রথমবার খেলছে, ও অভিজ্ঞ না। তাই সিরাজকেই হতে হবে নির্ভরযোগ্য একজন।’

আরও পড়ুন

অশ্বিন সিরাজকে ভারতের বোলিং কোচ মরনে মরকেলের উদাহরণ দিয়ে বলেছেন, ‘মরনে মরকেল অনেক সময় ২০ ওভারে ৪৩ ওভারে ২ উইকেট নিতেন। সিরাজের কাজ হওয়া উচিত ঠিক সে রকম—হয়তো ‘বাজবল’ যুগে সেটা হবে ২/৫৮।’

অশ্বিন যোগ করেন, ‘টেস্টে উইকেট নেওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু মাঝেমধ্যে অন্যের জন্যও বোলিং করতে হয। ইশান্ত শর্মা এটা দারুণভাবে করতেন—এক প্রান্ত ধরে রেখে চাপ তৈরি করতেন, যেন অন্যরা উইকেট নিতে পারে। আমি সিরাজকে বলছি না পুরোপুরি ইশান্তের মতো হতে, কিন্তু অন্তত রান যেন বের না হয়, সেটা নিশ্চিত করতে হবে।’

হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে ভারত। পাঁচ টেস্টের এ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২ জুলাই শুরু হবে বার্মিংহামে।

আরও পড়ুন