১২ ছক্কার ডাবল সেঞ্চুরিতে ১৪ ধাপ এগোলেন জয়সোয়াল

রাজকোটে ডাবল সেঞ্চুরি করেছেন ভারতের যশম্বী জয়সোয়ালরয়টার্স

ক্রিকেট দুনিয়ায় যশস্বী জয়সোয়ালের যশ বেড়েই চলেছে। ভারতের তরুণ ব্যাটসম্যান ব্যাটকে তরবারি বানিয়েছেন টেস্ট ক্রিকেটেও। ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি করার পথে বিশ্ব রেকর্ড ছোঁয়া ১২টি ছক্কা মেরেছেন ২২ বছর বয়সী ওপেনার।

সেই রাজকোট টেস্টের পারফরম্যান্সের পর আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন জয়সোয়াল। টেস্ট ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হিসেবে টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরি পাওয়া জয়সোয়াল ২৯ নম্বর থেকে উঠে এসেছেন ১৫ নম্বরে।

আরও পড়ুন

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পথে ভারত রাজকোট টেস্টটা জিতেছে ৪৩৪ রানে। অবশ্য জয়সোয়াল নন, সেই ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ১১২ রান করা জাদেজা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। সেঞ্চুরির সৌজন্যে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৪১ থেকে ৩৪ নম্বরে উঠে আসা জাদেজা বোলিংয়েও তিন ধাপ এগিয়ে উঠেছেন ছয়ে।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষে থাকা জাদেজা নিজের অবস্থান আরও পোক্ত করেছেন। ৫৩টি রেটিং পয়েন্ট বেড়েছে তাঁর। ৪৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের চেয়ে ৩৯ পয়েন্টে এগিয়ে জাদেজা। কদিন আগে মোহাম্মদ নবীর কাছে ওয়ানডে অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানো বাংলাদেশের সাকিব আল হাসান টেস্টে আছেন তিনে।

টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা
এএফপি

রাজকোটে সেঞ্চুরি পাওয়া ভারত অধিনায়ক রোহিত শর্মাও ১ ধাপ এগিয়ে উঠেছেন ১২ নম্বরে। সেঞ্চুরি থেকে ৯ রান দূরে আউট হয়ে যাওয়া শুবমান গিল ৩ ধাপ এগিয়ে উঠেছেন ৩৫-এ। ভারতের দুই অভিষিক্ত ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ও ধ্রুব জুরেল র‍্যাঙ্কিং ক্যারিয়ার শুরু করেছেন ৭৫ ও ১০০ নম্বরে থেকে।

আরও পড়ুন

রাজকোটে ‘বাজবলে’ ১৫৩ রান করা ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেট ১২ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন। সর্বশেষ সাত টেস্টে সাতটি সেঞ্চুরি পাওয়া নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন আছেন আগের মতোই এক নম্বরে।

ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বোলিংয়ে দুইয়ে উঠেছেন
এএফপি

বোলিংয়ে বড় ঘটনা বলতে অশ্বিনের দুইয়ে ওঠা। অসুস্থ মায়ের পাশে থাকতে ম্যাচ চলাকালে বাড়ি চলে গেলেও পরে ফিরে এসেছিলেন ভারতীয় অফ স্পিনার। যাওয়ার আগে ১ উইকেট নিয়ে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়া অশ্বিন ফিরে এসে নেন আরও ১টি উইকেট। কাগিসো রাবাদাকে পেছনে ফেলে তিনি দুইয়ে। র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে অশ্বিনের সতীর্থ যশপ্রীত বুমরা।

অভিষেক টেস্ট ৯ উইকেট পাওয়া নিউজিল্যান্ডের ফাস্ট বোলার উইলিয়াম ও’রুর্ক ক্যারিয়ার শুরু করেছেন র‍্যাঙ্কিংয়ের ৬১ নম্বরে থেকে।

আরও পড়ুন