‘জামাই’ শাহিনকে যে পরামর্শ দিলেন ‘শ্বশুর’ শহীদ আফ্রিদি

শ্বশুর শহীদ আফ্রিদির সঙ্গে শাহিন আফ্রিদিছবি:টুইটার

শহীদ আফ্রিদির সঙ্গে শাহিন শাহ আফ্রিদির সম্পর্কটা এখন অন্য রকম। পাকিস্তানের সাবেক অধিনায়কের পরিচয় ছাপিয়ে শহীদ আফ্রিদি এখন শাহিনের শ্বশুর। কিছুদিন আগেই শহীদ আফ্রিদি নিজের মেয়ের সঙ্গে শাহিন আফ্রিদির দুই হাত মিলিয়ে দিয়েছেন।

জামাই-শ্বশুরের সম্পর্কের শুরু এ মাসের শুরুতে। ৩ ফেব্রুয়ারি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শাহিনের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির।

আরও পড়ুন

বিয়ের পর শ্বশুর-জামাইয়ের সম্পর্কটা কেমন! তাঁদের মধ্যে কী আলোচনা হয়! দুজনের আলোচনাতে যে ক্রিকেট থাকে, সেটি আর না বললেও চলছে। বিয়ের পরই শাহিন ব্যস্ত হয়ে পড়েছেন পিএসএলে। তিনি লাহোর কালান্দার্সের অধিনায়ক।

রোববার করাচি কিংসের বিপক্ষে নিজের ৪ ওভারে দিয়েছেন ৩৯ রান। তাঁর দলও হেরেছে ৬৭ রানের বড় ব্যবধানে। এমন পারফরম্যান্সের পর শহীদ আফ্রিদি নিশ্চয়ই পরামর্শ দিয়েছেন জামাইকে। ম্যাচটা শহীদ আফ্রিদি দেখেছেনও খুব নিবিড়ভাবে। মেয়ের জামাইয়ের বোলিংয়ের কিছু সমস্যাও ধরা পড়েছে শ্বশুরের অভিজ্ঞ চোখে।

শাহিন শাহ আফ্রিদিকে বোলিং নিয়ে টিপস শ্বশুর শহীদ আফ্রিদির
ছবি: এএফপি

ক্রিকেট পাকিস্তানকে শহীদ আফ্রিদি বলেছেন, ‘আমি তাকে পর্যবেক্ষণ করেছি, ওর সঙ্গে কথাও বলেছি। আমি লক্ষ করেছি, সে স্টাম্প থেকে অনেক সরে গিয়ে বোলিং করে। ওই জায়গা থেকে বোলিং করে ডানহাতি ব্যাটসম্যানের ভেতর দিকে বল ঢোকানো খুব কঠিন কাজ।’

আরও পড়ুন

শহীদ আফ্রিদি শাহিনকে ওয়াসিম আকরামকে অনুসরণ করতে বলেছেন, ‘ওয়াসিম আকরাম ডানহাতি ব্যাটসম্যানের ভেতরের দিকে বল ঢোকাতে স্টাম্পের খুব কাছ থেকে বোলিং করে। শাহিনকেও তেমনই করার পরামর্শ দিয়েছি।’

২২ বছর বয়সী শাহিন আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৮ সালে। এখন পর্যন্ত ২৫ টেস্ট, ৩২ ওয়ানডে ও ৪৭ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। শহীদ আফ্রিদির কন্যা আনশার সঙ্গে শাহিনের পরিচয় দুই বছর আগে। পাকিস্তানের সাবেক অধিনায়কের দ্বিতীয় কন্যা তিনি। পড়ছেন মেডিকেলে। শাহিন আনশাকে পছন্দ করার পর পারিবারিক সম্মতিতেই বিয়ে হয়েছে তাঁর।