কামরান যে কারণে নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন, মন্ত্রিত্বের শপথ নিচ্ছেন না ওয়াহাব

পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমলছবি: টুইটার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর শুরু হচ্ছে সোমবার। টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির জন্য পাকিস্তান দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কামরান আকমল। পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী মনোনীত হওয়া ওয়াহাব রিয়াজও পিএসএলের জন্য আপাতত শপথ নিচ্ছেন না।

৪১ বছর বয়সী কামরান গত বছরও পিএসএলে খেলেছেন। এবারের আসরে ড্রাফটে নাম দিলেও কোনো দল তাঁকে নিতে আগ্রহী হয়নি। দুই সপ্তাহ আগে পেশোয়ার জালমির ব্যাটিং মেন্টর হিসেবে কাজ শুরু করেন। অনেকটা হুট করেই গত সপ্তাহে তাঁকে পাকিস্তান দলের নির্বাচক কমিটির সদস্য নিয়োগ দেয় পিসিবি। এরপর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে নতুন দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত হওয়ার কথাও জানান।

তবে শুক্রবার এক টুইটে নির্বাচক পদ থেকে অব্যাহতির কথা জানিয়েছেন পাকিস্তানের হয়ে ৫৩ টেস্ট, ১৫৭ ওয়ানডে ও ৫৮ টি–টোয়েন্টি খেলা এই সাবেক ক্রিকেটার।

কারণ হিসেবে দেখিয়েছেন পিএসএলের ব্যস্ততা, ‘পাকিস্তানের সিনিয়র ও জুনিয়ন নির্বাচক প্যানেলের দায়িত্ব পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করেছি, এবং কাজও করতে চেয়েছি। তবে পিএসএলের জন্য একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় পিসিবির স্বার্থ–সংঘাত নীতির প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বটি আমি তাৎক্ষণিকভাবে নিতে পারছি না। এরই মধ্যে সিদ্ধান্তটি আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছি। তারা মহানুভবতার সঙ্গে বিষয়টি গ্রহণ করেছে এবং পরিস্থিতি বিবেচনা করে আমার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।’

পেশোয়ার জালমিতে বাবর আজমদের ব্যাটিং মেন্টর হিসেবে কাজ করছিলেন কামরান আকমল
ছবি: টুইটার

পিএসএল শেষে পিসিবির সঙ্গে যোগাযোগ করবেন উল্লেখ করে কামরান লিখেছেন, ‘এরপর বোর্ডই সিদ্ধান্ত নেবে কখন এবং কীভাবে তারা আমাকে কাজে লাগাবে।’

আরও পড়ুন

কামরানের মতো পিএসএলকে প্রাধান্য দিচ্ছেন ওয়াহাবও। ৩৭ বছর বয়সী এই পেসার পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়ামন্ত্রী মনোনীত হয়েছেন। গত মাসের শেষ সপ্তাহে মন্ত্রিসভার সদস্য ঘোষিত হওয়ার সময় তিনি ছিলেন বাংলাদেশে। বিপিএল খেলছিলেন খুলনা টাইগার্সের হয়ে। এরই মধ্যে দেশে ফিরে গেছেন ওয়াহাব।

আরও পড়ুন

১২ ফেব্রুয়ারি শপথের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেওয়ার কথা তাঁর। তবে এখন শপথ নিলে সরকারি কাজে সময় দেওয়ার জন্য পিএসএলে খেলা সংশয়ে পড়তে পারে। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি পাঞ্জাব সরকারের প্রধান মহসিন নকভীকে অনুরোধ করেছেন ওয়াহাবকে যেন পিএসএলের পর শপথ পাঠ করানো হয়। নকভী এতে সম্মতি জানিয়েছেন।

ওয়াহাব পেশোয়ার জালমির হয়ে খেলবেন।

আরও পড়ুন