শ্বশুরের কারণে পাকিস্তান দলে ঢোকার অভিযোগ, ক্ষোভ উগড়ে দিলেন শাদাব

শাদাব খানএএফপি

পাকিস্তানের লেগ স্পিন অলরাউন্ডার শাদাব খান নাকি তাঁর শ্বশুর সাকলায়েন মুশতাকের বিশেষ সুবিধা পান। এই কথা শুনতে শুনতে কান পচে গেছে শাদাব খানের। আর চুপ করে থাকতে পারেননি। এবার এই অভিযোগের জবাব দিয়েছেন শাদাব। সাবেক স্পিনার সাকলায়েনকে গত বছর পাঁচজন মেন্টরের একজন হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একপর্যায়ে পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন সাকলায়েন। জড়িত আছেন দেশটির জাতীয় ক্রিকেট একাডেমির সঙ্গেও।

আরও পড়ুন

রাওয়ালপিন্ডিতে সংবাদমাধ্যমকে শাদাব বলেছেন, ‘এমন কথা শোনা হতাশার ও কষ্টের; কারণ, আমার ক্যারিয়ারের বয়স সাত বছর। পাকিস্তানের হয়ে অভিষেকের পর আমি ভালো কিছু পারফরম্যান্সও করেছি। হ্যাঁ, আমি সাকলায়েন মুশতাকের কাছ থেকে অনেক কিছুই শিখছি; কারণ, তার কোচিং ব্যাকগ্রাউন্ড শক্তিশালী। কিন্তু তার মানে এই না, তিনি আমাকে বিশেষ সুবিধা দিচ্ছেন।’

শাদাব যোগ করেন, ‘সাকলায়েন মুশতাকের সঙ্গে সংশ্লিষ্টতা যখন বারবার সামনে টেনে আনা হয়, তখন কষ্ট লাগে। শ্বশুরের সঙ্গে কাজ করে আমি নিজের বোলিং আরও ভালো করার চেষ্টা করছি। কারণ, ব্যাটারের চেয়ে বোলার হিসেবে আমি দলের জন্য নিজেকে বেশি উপকারী মনে করি।’

সাকলায়েনের মেয়ে মালাইকাকে ২০২৩ সালে বিয়ে করেন শাদাব
শাদাবের ইনস্টাগ্রাম হ্যান্ডল

২০২৩ সালের জানুয়ারিতে সাকলায়েনের মেয়ে মালাইকা সাকলায়েনকে বিয়ে করেন শাদাব। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান দলের বাইরে ছিলেন ২৬ বছর বয়সী এই লেগ স্পিনার। তবে নিউজিল্যান্ডে গত মাসে শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সহ–অধিনায়ক হিসেবে ফেরেন পাকিস্তান দলে। সিরিজটি ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান।

আরও পড়ুন

শহীদ আফ্রিদি ও আহমেদ শেহজাদের মতো সাবেকরা পাকিস্তান দলে শাদাবের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই সিরিজে ৫ ম্যাচে ১৪৩ রান দিয়ে ১ উইকেট নেন শাদাব। ইকোনমি রেট ১১.০০। ৪ ইনিংস ব্যাটিংয়ে নেমে ২৮ রান করেন ১৪.৫০ গড়ে।

সেই সিরিজে পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে হারের পর শেহজাদ বলেছিলেন, ‘শাদাবের বিষয়ে বলুন তো, সে কেমন খেলেছে? কে তাকে দলে এনেছে? এই সিরিজটি আগে শেষ হতে দিন। শাদাবকে নিয়ে পাকিস্তানের অন্য পরিকল্পনা আছে। অন্য উদ্দেশ্যে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।’ প্রথম টি-টোয়েন্টিতে ৬ বলে ৩ রান করার পাশাপাশি ২ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন শাদাব।