৩৮ পেরিয়ে দুবার ১০ উইকেট নোমানের, ‘বুড়ো’দের রেকর্ডটা কার

মুলতানে তিন টেস্ট খেলে দুবার ১০ উইকেট পেয়েছেন পাকিস্তানি স্পিনার নোমান আলীএএফপি

মুলতান ও সিরিজের দ্বিতীয় টেস্ট। এই দুইয়ে মিললে কী হয়?

নোমান আলী ম্যাচে ১০ উইকেট পান!

পাকিস্তানের বাঁহাতি স্পিনার এ পর্যন্ত মুলতানে টেস্ট খেলেছেন তিনটি। এই তিন টেস্টের দুটিই সিরিজের দ্বিতীয় টেস্ট। গত অক্টোবরে প্রায় ১৫ মাস পর টেস্ট খেলতে নেমেই মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১ উইকেট পেয়ে যান নোমান। তাতে একটি রেকর্ডও করে ফেলেন নোমান, পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্টে ১০ উইকেট নেওয়ার রেকর্ড।

মুলতানের সেই টেস্ট শুরুর দিন নোমানের বয়স ছিল ৩৮ বছর ৮ দিন। তাতে ভেঙে যায় সাঈদ আজমলের রেকর্ড। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ১১ উইকেট নেওয়ার ম্যাচটি আজমল শুরু করেছিলেন ৩৫ বছর ৮ দিন বয়সে।

পাকিস্তানের রেকর্ড ভাঙা নোমান মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে আরেকবার পেয়ে গেছেন ১০ উইকেট। তাতে তো নিজের রেকর্ডও আরও ‘উঁচুতে’ তুলেছেন ৩৮ বছর ১১০ দিন বয়সে এই টেস্ট খেলতে নামা নোমান।

টেস্টে সবচেয়ে বেশি বয়সে ১০ উইকেট নেওয়ার রেকর্ড বার্ট আয়রনমঙ্গারের
সংগৃহীত

পাকিস্তানের রেকর্ড হলেও বিশ্ব রেকর্ডের অনেক পেছনেই নোমান। টেস্টে সবচেয়ে বেশি বয়সে ১০ উইকেট নেওয়ার রেকর্ডটা যে ৫০ ছুঁই ছুঁই বয়সে গড়েছিলেন বার্ট আয়রনমঙ্গার। ১৯৩২ সালে মেলবোর্ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১ উইকেট নেওয়ার ম্যাচটি শুরুর দিন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনারের বয়স ছিল ৪৯ বছর ৩১১ দিন। ওই ম্যাচের ঠিক ৩৬৪ দিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেলবোর্নেই ১১ উইকেট নিয়ে টিক ফ্রিম্যানের রেকর্ড ভেঙেছিলেন আয়রনমঙ্গার।

ইংলিশ লেগ স্পিনার ফ্রিম্যান ১৯২৯ সালে ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ উইকেট নিয়ে গড়েছিলেন আগের রেকর্ড। ওই ম্যাচ শুরুর দিন তাঁর বয়স ছিল ৪১ বছর ৭১ দিন। ১২ টেস্টের ক্যারিয়ারে তিনবার ১০ উইকেট পাওয়া ফ্রিম্যান তিনবারই পেয়েছিলেন বয়স ৪০ পেরোনোর পর।

আরও পড়ুন
সিডনি বার্নস: ৩৮ পেরোনোর পর ৬ বার ১০ উইকেট পেয়েছেন টেস্টে
সংগৃহীত

টেস্টে নোমানসহ এ পর্যন্ত সাতজন বোলার ৩৮ পেরোনোর পর ম্যাচে ১০ উইকেট পেয়েছেন। তাঁদের সবাই আবার একাধিকবার ১০ উইকেট পেয়েছেন ৩৮ পেরোনোর পর। ৩৮ পেরোনোর পর সবচেয়ে বেশিবার ১০ উইকেট পেয়েছেন দুই কিংবদন্তি সিডনি বার্নস ও ক্ল্যারি গ্রিমেট। ২৭ টেস্টেই ১৮৯ উইকেট নেওয়া ইংলিশ পেসার বার্নস ও অস্ট্রেলীয় লেগ স্পিনার গ্রিমেট ৬ বার করে ১০ উইকেট পেয়েছেন ৩৮ পেরোনোর পর। দুজনের মিল আছে আরও, দুজনই টেস্টে ১০ উইকেট পেয়েছেন ৭ বার করে।

টেস্টে ৩৮ পেরিয়ে ১০ উইকেট

আরও পড়ুন