এশিয়া কাপের দল থেকে বাদ শারমিন, ফিরলেন জাহানারা

এশিয়া কাপের দলে নেই শারমিন আক্তার (বাঁয়ে) ও মারুফা আক্তার (মাঝে)শামসুল হক

ঘরের মাঠে অনুষ্ঠেয় মেয়েদের এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের দল থেকে বাদ পড়েছেন শারমিন আক্তার ও মারুফা আক্তার।

চোটের কারণে বাছাইপর্বের দল থেকে শুরুতে ছিটকে পড়েন জাহানারা আলম। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গ্রুপ পর্বে খেলতে পারেননি ফারজানা হকও। ফারজানা সেমিফাইনাল ও ফাইনালে খেলেছিলেন। এশিয়া কাপের দলে তাঁর সঙ্গে আছেন পেসার জাহানারাও। জাহানারা ও ফারজানার বদলি হিসেবে বিশ্বকাপ বাছাইপর্বে সুযোগ পাওয়া ফারিহা ইসলাম ও সোহেলি আক্তারকেও রাখা হয়েছে এশিয়া কাপের দলে।

আরও পড়ুন

মূল দলে না থাকলেও মারুফা ও শারমিনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। সেখানে নুজহাত তাসনিয়া ও লেগ স্পিনার রাবেয়া খানও আছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলে আজ সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরবেন নিগার সুলতানারা।

এশিয়া কাপের দলে ফিরেছেন জাহানারা আলম
শামসুল হক

সংযুক্ত আরব আমিরাত থেকে সফল টুর্নামেন্ট শেষ হতে না হতেই এশিয়া কাপের আবহে প্রবেশ করবেন বাংলাদেশের মেয়েরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১ অক্টোবর শুরু হয়ে নারী এশিয়া কাপ চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। প্রথম দিনই বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। এবার খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে।

আরও পড়ুন

এর মধ্যেই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে মালয়েশিয়া দল। বিকেএসপিতে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প করছে তারা। আগামীকাল থেকে অন্য দলগুলোও বাংলাদেশে আসা শুরু করবে। ২৯ সেপ্টেম্বরের মধ্যে অংশগ্রহণকারী দলগুলো সিলেটের টিম হোটেলে উঠবে।

এশিয়া কাপে বাংলাদেশ দল
নিগার সুলতানা (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোশতারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম ও সোহেলি আক্তার।

স্ট্যান্ড বাই: মারুফা আক্তার, শারমিন আক্তার, নুজহাত তাসনিয়া, রাবেয়া খান।