এশিয়া কাপে ইবাদতের বদলি তানজিম
চোটের কারণে এশিয়া কাপে পেসার ইবাদত হোসেনের খেলা নিয়ে শঙ্কার কথা গতকালই জানা গিয়েছিল। আজ বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাঁটুতে চোটের কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এশিয়া কাপে খেলা হচ্ছে না ইবাদতের। তাঁর জায়গায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিবকে এশিয়া কাপের দলে নেওয়া হয়েছে। এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন এই ডানহাতি পেসার। এর আগে এশিয়া কাপের স্ট্যান্ডবাই খেলোয়াড়দের তালিকায় ছিলেন তানজিম।
২৯ বছর বয়সী ইবাদত অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে ভুগছেন। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে এই চোট পান। প্রত্যাশামতো সেরে না ওঠায় ৩০ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপে খেলা হচ্ছে না ইবাদতের। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী এ নিয়ে বলেছেন, ‘চোটের পর ইবাদত ছয় সপ্তাহ পুনর্বাসনে ছিল। এ সময় বেশ কয়েকবার এমআরআই করানো হয় এবং সেসব রিপোর্ট বলছে, এসিএল চোট নিয়ে এখনো দুশ্চিন্তার জায়গা আছে। আর তাই তার এশিয়া কাপে খেলা হচ্ছে না।’
অক্টোবরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ইবাদতকে নিয়ে তাড়াহুড়া করতে চায় না বিসিবি। দেবাশিষ চৌধুরীর ব্যাখ্যা, ‘অক্টোবরে আইসিসি বিশ্বকাপ বাংলাদেশ দলের জন্য পরবর্তী বড় টুর্নামেন্ট। তার আগে ইবাদতকে পূর্ণ ফিটনেস ও খেলায় ফেরাতে বিসিবি চিকিৎসার সব রকম নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। চিকিৎসা ও পরামর্শের জন্য দেশের বাইরে যাওয়ার ব্যাপারটিও এর আওতাভুক্ত।’
নির্বাচকেরা ইবাদতের বদলি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৭ ম্যাচে ৫৭ উইকেটে নেওয়া ২০ বছর বয়সী পেসার তানজিম হাসানকে দলে ডেকেছেন। কিছুদিন আগে এসিসি ইমার্জিং এশিয়া কাপে ৩ ম্যাচে ৯ উইকেট নেন তানজিম।
তাঁর অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের মোট ৫ ক্রিকেটার এশিয়া কাপের দলে ঠাঁই পেলেন। তানজিম ছাড়া বাকি চারজন—তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, শামীম হোসেন ও তানজিদ হাসান।
এশিয়া কাপে ১৭ জনের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, তানজিদ হাসান ও তানজিম হাসান।