অধিনায়ক বাবরের কোনো উন্নতিই হয়নি, বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার

বিশ্বকাপ ব্যর্থতায় অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজম। দায়িত্ব ছাড়ার আগে লাহোরে দেখা করেছেন পিসিবিপ্রধান জাকা আশরাফের সঙ্গেফাইল ছবি

বিশ্বকাপে দলের ব্যর্থতা আর আশানুরূপ পারফরম্যান্স করতে না পারার দায় নিয়ে পাকিস্তান দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। কিন্তু তাঁকে ঘিরে বিশ্বকাপের সময় শুরু হওয়া সমালোচনা এতে থামছে কই!

বাবরের সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে তাঁর অধিনায়কত্ব নিয়ে। সেই সমালোচকদের দলে সর্বশেষ যোগ হয়েছেন পাকিস্তানের সাবেক পেসার জুনাইদ খান। সরফরাজ আহমেদ অধিনায়ক হিসেবে নিজেকে ধীরে ধীরে যে জায়গায় নিয়ে গেছেন, বাবর সেটা পারেননি বলেই মনে করেন জুনাইদ।

পাকিস্তানের একটি ইউটিউব চ্যানেলে বাবরের নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন তুলেছেন জুনাইদ। বাবরের নেতৃত্বেই ওয়ানডে ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর দল হয়েছিল পাকিস্তান। কিন্তু জুনাইদ বাবরকে কৃতিত্ব দিতে নারাজ।

আরও পড়ুন
এবারের বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম করতে পারেননি বাবর আজম
ছবি: এএফপি

জুনাইদ পডকাস্টে ২৯ বছর বয়সী পাকিস্তানের সদ্য সাবেক অধিনায়ক বাবরকে নিয়ে বলেছেন, ‘বাবর অধিনায়ক হিসেবে উন্নতি করেনি। আপনি সরফরাজ আহমেদের দিকে তাকান, সে প্রতিদিনই উন্নতি করত। তার নেতৃত্বেই আমরা চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি। টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল হয়েছি।’

জুনাইদ এরপর বাবরের প্রসঙ্গ টেনে বলেন, ‘মানুষ বলে, আমরা বাবরের নেতৃত্বেই ওয়ানডের ১ নম্বর দল হয়েছি। কিন্তু আমরা ১ নম্বর দল হয়েছিলাম দুর্বল দলের বিপক্ষে খেলে। বাবর দ্রুত শিখতে পারে না।’ তবে ব্যাটসম্যান বাবরের মেধা নিয়ে কোনো শঙ্কা নেই জুনাইদের, ‘সে বিশ্বমানের একজন ব্যাটসম্যান। কিন্তু তার অধিনায়কত্ব মানসম্মত নয়।’

বিভিন্ন জাতীয় দলের সঙ্গে তুলনা টানতে গিয়ে জুনাইদ তুলে এনেছেন বিরাট কোহলি আর প্যাট কামিন্সের উদাহরণ। একজন অধিনায়ককে অবশ্যই তাঁদের মতো আগ্রাসী আর সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা থাকতে হবে বলে মনে করেন জুনাইদ।

আরও পড়ুন
বাবর আজমকে অবশ্য বিশ্বমানের ব্যাটসম্যান মনে করেন জুনাইদ খান
ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার বলেছেন, ‘প্যাট কামিন্সের দিকে তাকান, অস্ট্রেলিয়াকে সে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছে। সে আগ্রাসী। বিরাট কোহলিও লড়াই করেছে, তার মধ্যেও আগ্রাসী ভাবটা আছে। মহেন্দ্র সিং ধোনির অবসরের পর কোহলির জন্য কাজটা কঠিন হয়েছে। কিন্তু এরপরও তার রেকর্ড ভালো।’

জুনাইদ বলে চলেন, ‘মানুষ বলবে যে ধোনি আর স্টিভেন ফ্লেমিং আগ্রাসী ছিল না। কিন্তু তারা জানত, কীভাবে একটি দলকে নেতৃত্ব দিতে হয়। বাবরের ওই গুণ নেই। ছেলেদের তাতিয়ে তুলতে আপনার মধ্যে আগ্রাসী মনোভাব থাকতে হবে। সে (বাবর) চার বছর সব সংস্করণে দলকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু কোনো উন্নতি নেই।’

পাকিস্তান এবারের ওয়ানডে বিশ্বকাপে খেলতে গিয়েছিল শিরোপা নিয়ে দেশে ফেরার স্বপ্ন নিয়ে। কিন্তু প্রথম পর্ব থেকেই ছিটকে পড়ে বাবরের দল। এরপর তীব্র সমালোচনার মুখে ১৫ নভেম্বর বাবর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ড এরপর টেস্ট দলের নেতৃত্ব দিয়েছে শান মাসুদকে আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক করেছে শাহিন আফ্রিদিকে। ওয়ানডের জন্য এখনো কাউকে অধিনায়ক করেনি তারা।

আরও পড়ুন