বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জেসন হোল্ডার

বিশ্বকাপে খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারএএফপি

চোটে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডারের। তাঁর বদলে বাঁহাতি পেসার ওবেদ ম্যাকয়কে দলে নেওয়া হয়েছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) আজ জানিয়েছে, হোল্ডার ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে চোটটি পেয়েছেন। উস্টারশায়ারের হয়ে খেলছিলেন এ অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের মাটিতে চলমান সিরিজের দলে অবশ্য ছিলেন হোল্ডার। তবে তাঁর চোট ঠিক কোথায়, তা উল্লেখ করা হয়নি সিডব্লুআইয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে।  

২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হোল্ডারের ছিটকে যাওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘জেসন আমাদের দলের অভিজ্ঞ একজন খেলোয়াড়। তার অনুপস্থিতি নিঃসন্দেহে অনুভূত হবে মাঠে এবং মাঠের বাইরে। আমরা পুরো ফিট জেসনকে আমাদের মাঝে পেতে মুখিয়ে আছি।’

আরও পড়ুন

অবশ্য হোল্ডারের অনুপস্থিতিতে ম্যাকয়কে নিয়ে বেশ আশাবাদী হেইন্স, ‘জেসনের সামর্থ্যের একজন খেলোয়াড়কে হারানো যদিও দুর্ভাগ্যজনক, আমরা ওবেদ ম্যাকয়ের সামর্থ্যের ব্যাপারে আশাবাদী। ওবেদ তার পারফরম্যান্সে অসাধারণ স্কিল ও সম্ভাবনার ছাপ রেখেছে। এ সুযোগটি আন্তর্জাতিক মঞ্চে তাকে এসব দেখানোর আরও সুযোগ করে দেবে। আমাদের বিশ্বাস, এটি দলের মধ্যে বাড়তি একটা শক্তি আনবে।’  

বাঁহাতি পেসার ওবেদ ম্যাকয়কে বিশ্বকাপ দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
এএফপি

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির সঙ্গে ২টি ওয়ানডে খেলেছেন ম্যাকয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচেও খেলেছেন তিনি। প্রথম ম্যাচে ১৫ রানে ২ উইকেট নেওয়ার পর সর্বশেষ ম্যাচে ২ ওভারে ৩২ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

আরও পড়ুন

বিশ্বকাপে পাঁচজন খেলোয়াড়কে রিজার্ভ হিসেবে রাখার ঘোষণাও দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁরা হলেন কাইল মায়ার্স, ম্যাথু ফোর্ড, ফ্যাবিয়েন অ্যালেন, হেইডেন ওয়ালশ ও আন্দ্রে ফ্লেচার। রিজার্ভে থাকা খেলোয়াড়দের ‘এ-ক্লাস’ মেধা বলে উল্লেখ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের কোচ ড্যারেন স্যামি।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে আছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও উগান্ডার সঙ্গে। ২ জুন প্রভিডেন্সে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শাই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।
রিজার্ভ—কাইল মায়ার্স, ম্যাথু ফোর্ড, ফ্যাবিয়েন অ্যালেন, হেইডেন ওয়ালশ ও আন্দ্রে ফ্লেচার।