সেঞ্চুরিতে লিটনের জবাব, সেঞ্চুরি তানজিদেরও

সেঞ্চুরির পর লিটন দাসশামসুল হক

দুপুরে তাঁকে বাদ দিয়ে দল ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির। সর্বশেষ ৭টি ওয়ানডেতে এক অঙ্কের রানে আউট হওয়ায় তা খুব একটা চমক হয়েও আসেনি। আনুষ্ঠানিক দল ঘোষণার আগেই লিটন দাস খবরটা পেয়ে থাকবেন। তা যখনই পেয়ে থাকুন, তখনই কি প্রতিজ্ঞায় শাণিত করে তুলেছিলেন নিজেকে! দুপুরে লিটনকে বাদ দেওয়ার কারণ হিসেবে ফর্মের কথা বলেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। সেদিনই সন্ধ্যায় সেই ফর্মের কী প্রমাণই না দিলেন এই ওপেনার!

হোক না এটা টি–টোয়েন্টি ম্যাচ, হোক না বিপিএল, তারপরও লিটনের ব্যাটিং তাঁর ফর্ম নিয়ে সব প্রশ্ন রীতিমতো উড়িয়ে দিল। বিধ্বংসী এক সেঞ্চুরি করেছেন, স্বীকৃত টি–টোয়েন্টিতেই তাঁর প্রথম। সেই সেঞ্চুরি এসেছে মাত্র ৪৪ বলে। যাতে ছিল ৮টি চার ও ৭টি ছয়। ১০৪ রানে একটা সুযোগ দিয়েছিলেন, সানজামুল ক্যাচটা নিতে পারেননি। শেষ পর্যন্ত লিটন তাই অপরাজিতই থেকেছেন। শেষ ওভারে শুধু শেষ বলটাই স্ট্রাইক পেয়েছিলেন। সেটিও উড়িয়ে মেরেছেন মাঠের বাইরে। এক হাতে ব্যাট, আরেক হাতে হেলমেট নিয়ে যখন বেরিয়ে আসছেন, লিটনের নামের পাশে ৫৫ বলে ১২৫। ১০টি চার ও ৯টি ছয়খচিত এই ইনিংস বিপিএল ইতিহাসের সেরা ইনিংসগুলোর তালিকার ওপরের দিকেই থাকবে।

আরও পড়ুন
সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসানও

দুর্বার রাজশাহীর বোলারদের দুর্দশা শুধু লিটনেই শেষ হয়নি। তাঁর সঙ্গে তাল মিলিয়ে ঝড় তুলেছেন ঢাকা ক্যাপিটালসের অন্য ওপেনার তানজিদ হাসানও। বিপিএলে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি এই প্রথম। উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ডও গড়েছেন লিটন–তানজিদ। শেষ ওভারের তৃতীয় বলে তানজিদের আউটে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজন যোগ করেছেন ২৪১ রান। বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও হয়ে গেছে ততক্ষণে। তানজিদ হাসান ১০৮ করেছেন ৬৪ বলে। যাতে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা।

ঢাকা ২০ ওভার শেষ করেছে ১ উইকেটে ২৫৪ রানে।

আরও পড়ুন