কোন মাথা ফখরকে বসিয়ে রাখার বুদ্ধি দিয়েছিল...

দুর্দান্ত এক শতক করেছেন ফখরছবি: এএফপি

৮১ বলে অপরাজিত ১২৬; ৮টি চার, ১১ ছয়!

নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরুতে ফখর জামানের ইনিংস। নিউজিল্যান্ডের ৪০১ রান তাড়া করতে নেমে খেলা এই ইনিংস পাকিস্তানকে এনে দিয়েছে ‘প্রায় অসম্ভব’ এক জয়। যদিও পাকিস্তানকে ৪০২ রান করতে হয়নি। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাবর আজমের দল জিতেছে ২১ রানে। বৃষ্টিজনিত ভাগ্যের ছোঁয়া থাকলেও পাকিস্তানের জয়ে বড় অবদান ফখর ও বাবরের অবিচ্ছিন্ন ১৯৪ রানের জুটির।

দুর্দান্ত এই ইনিংসের পর প্রশংসায় ভাসছেন ফখর জামান। এশিয়া কাপ থেকে ছন্দহীনতায় ভোগা এই ব্যাটসম্যান বিশ্বকাপে এক ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ পড়েন। পরে ভুগেছেন অসুস্থতায়ও। কিন্তু ফখরের মতো এমন বিধ্বংসী ব্যাটসম্যানকে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পরই কেন বাদ দেওয়া হয়েছিল, সেটির যুক্তি খুঁজে পাচ্ছেন না বীরেন্দর শেবাগ। কিউইদের বিপক্ষে ফখরের দুর্দান্ত ব্যাটিংয়ে যারপরনাই মুগ্ধ ভারতের সাবেক ওপেনার।

৮১ বলে ১২৬ রানে অপরাজিত থাকেন ফখর জামান
এএফপি

সামাজিক যোগাযোগমাধ্যমে শেবাগ ফখরকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন। আর সেটি করতে গিয়ে তোপ দেগেছেন পাকিস্তান টিম ম্যানেজমেন্টের দিকেও। এবারের বিশ্বকাপে তাঁর দেখা পাকিস্তানের সেরা ব্যাটসম্যান ফখরই। শেবাগের মন্তব্য, ‘বিশ্বকাপের সেরা অংশে ফখরকে বসিয়ে রাখার বুদ্ধিটা কোন মাথা থেকে এসেছিল, ঈশ্বরই জানেন। কী দুর্দান্ত ইনিংস ফখরের। এখন পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান ফখরই।’

বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন ফখর।
ছবি: পিসিবি

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১২ রানে আউট হওয়ার পর বাদ পড়েছিলেন ফখর। ইডেনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফিরেই নিজের ফর্মের জানান দিয়েছিলেন। ৭৪ বলে ৮১ করেছিলেন তিনি। কাল কিউইদের বিপক্ষে ঝোড়ো ব্যাটিংয়ে দলকে দেন বিশাল রান তাড়ার ভরসা। ২০২৩ সালেই এ নিয়ে ওয়ানডেতে চারটি শতক হলো ফখরের। এপ্রিলে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ১৮০ রানের ইনিংস।