রিশাদকে লাহোরের মালিক—আমি তোমাকে ভালোবাসি
প্রথম ম্যাচে একাদশে সুযোগ মেলেনি। বেঞ্চে বসে দলের হার দেখেছেন। এরপরের গল্পটা সবার জানা। রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের একাদশে সুযোগ পেয়েছেন। টানা দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন।
আর তাতে এখন পর্যন্ত টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। এমন পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন রিশাদ। দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি থেকে লাহোরের অন্যতম মালিক ও প্রধান পরিচালন কর্মকর্তা সামিন রানা—সবার মুখে রিশাদস্তুতি।
আফ্রিদি রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ম্যাচ জয়ের পর কথা বলতে গিয়ে এই বাঁহাতি পেসার বলেছেন, ‘রিশাদ বাংলাদেশের হয়ে ভালো খেলে এসেছে, সে তাদের ভবিষ্যৎ তারকা। মাঝের ওভারগুলোয় সে দারুণ করছে। তাদের মিডল অর্ডারকে দাঁড়াতে দেয়নি।’
প্রশংসা না করেও বা উপায় কী! একটু আগেই তো রিশাদের দারুণ ঘূর্ণি দেখেছেন। লাহোরের ২০১ রান তাড়া করতে নেমে ৭ ওভার শেষে করাচি যখন ৩ উইকেটে ৪৫, তখন রিশাদকে আক্রমণে আনেন আফ্রিদি।
প্রথম ওভারেই রিশাদ ১ রান খরচায় নেন ২ উইকেট! শান মাসুদ ও ইরফান খানকে ফেরান। নিজের দ্বিতীয় ওভারেও স্পিন ফাঁসে ফেরান আব্বাস আফ্রিদিকে। এ ওভারে ৩ রান দিয়ে নেন ১ উইকেট। অর্থাৎ ২ ওভার শেষে রিশাদের বোলিং বিশ্লেষণ ছিল ২-০-৪-৩! শেষ দুই ওভারে উইকেট পাননি। তৃতীয় ওভারে দেন ১১, চতুর্থ ওভারে ১২। সব মিলিয়ে ৪ ওভারে ২৬ রান খরচায়—৩ উইকেট।
এরপর সংবাদ সম্মেলনেও ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান স্যাম বিলিংসের কথাতেও ছিলেন রিশাদ। তিনি বলেছেন এভাবে, ‘রিশাদের কথা বলতেই হয়। তরুণ একটা ছেলে যেভাবে বোলিং করল! এবারই প্রথম আমি তার বোলিং সরাসরি দেখছি ও একসঙ্গে খেলছি। সে অবিশ্বাস্য, দুর্দান্ত।’
সামিন রানার পর্বটা এসেছে এরপর। ড্রেসিংরুমে। ম্যাচ জয়ের পর ‘আমার বাংলাদেশি ভাইটি কোথায়’—সামিন ইংরেজিতে এ কথা বলে খেলোয়াড়দের মাঝে খুঁজছিলেন রিশাদকে। ক্যামেরা তাঁর দিকে ধরতেই রিশাদও স্মিত হেসে হাত নাড়লেন। করতালির ঝড় উঠল এবং সামিনও চিৎকার করে বললেন ‘রিশাদ!’।
এরপর ভাঙা ভাঙা বাংলায় তাঁকে সামিন বললেন, ‘রিশাদ, আমি তোমাকে ভালোবাসি।’ তিনি আরও বলেছেন, ‘তুমি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। আমি নিশ্চিত টুর্নামেন্ট শেষেও তুমি সর্বোচ্চ উইকেটশিকারি হবে।’
এর আগের ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর ড্রেসিংরুমে রিশাদের প্রশংসা করেছিলেন সামিন রানা। সেদিন বলেছেন এভাবে, ‘আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কী বলতে পারি...রিশাদ, আমার মনে হয় তুমি গেম চেঞ্জার (ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছ)। তুমি যেভাবে বল করেছ, তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’ রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে কালান্দার্সের ৭৯ রানে জয়ের সে ম্যাচে ৩১ রানে ৩ উইকেট নেন রিশাদ।
লাহোরের পরের ম্যাচ ২২ এপ্রিল। প্রতিপক্ষ মুলতান সুলতানস।