ম্যাককালাম ভুল করেননি, দায়মুক্তি দিল ইসিবি

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ড টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামরয়টার্স

বেটিং কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিয়ে ফেঁসে যাওয়ার উপক্রম হয়েছিল ব্রেন্ডন ম্যাককালামের। প্রতিবাদের মুখে নিউজিল্যান্ডে বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়ার পর এ নিয়ে তৎপর হয়ে উঠেছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। শঙ্কা ছিল নিষেধাজ্ঞামূলক শাস্তিরও।

তবে ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ শেষ পর্যন্ত বেঁচে গেছেন। বিধিভঙ্গের প্রমাণ না পাওয়ায় ইসিবি তাঁকে দায়মুক্তি দিয়েছে। এ জন্য ম্যাককালামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

সাইপ্রাসে নিবন্ধিত কোম্পানি ২২বেটের সঙ্গে ম্যাককালামের চুক্তি হয় গত বছরের নভেম্বরে। এর ছয় মাস আগে তিনি ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব নেন।

গত মাসের শুরুতে আইপিএলের জন্য তৈরি করা ২২বেটের একটি বিজ্ঞাপনে অংশ নেন ম্যাককালাম। এখানে নিজেকে তিনি পণ্যদূত হিসেবে উল্লেখ করেন। নিউজিল্যান্ডসহ বেশ কিছু দেশে বেটিং কোম্পানিটি নিষিদ্ধ। এ নিয়ে নিউজিল্যান্ডে আপত্তি উঠলে গুগল কর্তৃপক্ষ দেশটি থেকে ইউটিউবের বিজ্ঞাপন সরিয়ে নেয়

এরপর ইসিবি এক বিবৃবিতে জানায়, টেস্ট দলের প্রধান কোচের বিজ্ঞাপনে অংশ নেওয়ার বিষয়টি তারা খতিয়ে দেখছে, ‘২২বেটের সঙ্গে ব্রেন্ডনের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। গ্যাম্বলিং নিয়ে আমাদের নীতিমালা আছে, সব সময়ই এর অনুসরণ নিশ্চিত করতে চাই আমরা।’

ইসিবির দুর্নীতিবিরোধী নীতিমালায় বোর্ডের সঙ্গে সম্পর্কিতদের বেটিংয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রলুব্ধ করা, প্ররোচিত করা, উৎসাহিত করা বা অন্য কোনো পক্ষকে কোনো ম্যাচ বা প্রতিযোগিতার ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্য কোনো দিক সম্পর্কে বাজিতে প্রবেশে সহায়তায় বিধিনিষেধ আছে। অপরাধ প্রমাণিত হলে ন্যূনতম এক বছরের নিষেধাজ্ঞার শাস্তিও আছে।

ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়, ম্যাককালামের বিষয়টিকে ‘নিয়ন্ত্রক ও নিয়োগকর্তার দৃষ্টিকোণ’ থেকে দেখেছে ইসিবি। কোচ ও খেলোয়াড়দের স্বাক্ষর করা অ্যান্টি–করাপশন কোডে পণ্যদূত হওয়ায় বিধিনিষেধ নেই। যে কারণে ম্যাককালাম কোনো ভুল করেননি বলে আশ্বস্ত তারা।

আরও পড়ুন

ইসিবির একজন মুখপাত্র বলেন, ‘গত কয়েক দিন ধরে ম্যাককালামের সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়োগকর্তা ও নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়েছে। আমরা নিশ্চিত করছি, এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।’

আরও পড়ুন