ফিলিস্তিন-মুক্তির বার্তা নিয়ে বিশ্বকাপ মাঠে দর্শক

মাঠে ঢুকে কোহলির কাছে পৌঁছে যান এই দর্শকএএফপি

বিশ্বকাপের ফাইনাল, ১ লাখ ৩০ হাজার আসনবিশিষ্ট বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আর ম্যাচের সবচেয়ে জনপ্রিয় তারকা বিরাট কোহলি—নিজের বক্তব্য তুলে ধরতে চেয়ে এর চেয়ে বড় উপলক্ষ কমই হতে পারে! ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের এক সমর্থক তাই বেছে নিয়েছেন ক্রিকেটের সবেচেয়ে বড় এই মঞ্চটাকেই।

আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত–অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনালে ম্যাচের ১৪তম ওভারের তৃতীয় বলের পর মাঠে ঢুকে পড়েন এক আগন্তুক। তাঁর মুখে ছিল ফিলিস্তিনের পতাকায় তৈরি মাস্ক আর গায়ে ছিল ফিলিস্তিনকে সমর্থন জানানো টি–শার্ট। সামনে লেখা, ‘স্টপ বোম্বিং প্যালেস্টাইন’ (ফিলিস্তিনে বোমাবর্ষণ বন্ধ কর), আর পেছনে লেখা ‘ফ্রি প্যালেস্টাইন’। তরুণ বয়সী এই আগন্তুক মাঠে ঢুকে বিরাট কোহলি পর্যন্ত পৌঁছে যান। ভারতীয় ক্রিকেট তারকাকে জড়িয়েও ধরেন। এর মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা ছুটে এসে ওই তরুণকে সরিয়ে নিয়ে যান।

ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত হামলার ঘটনায় খেলার মাঠে ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশের ঘটনা অবশ্য নতুন নয়। গত মাসে গ্লাসগোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা নিয়ে হাজির হন প্রচুরসংখ্যক সেল্টিক সমর্থক। যদিও এ ধরনের কার্যক্রমে ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ উয়েফার শাস্তির ঝুঁকি আছে।

গত ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের খেলায় মালদ্বীপকে হারানোর পর বাংলাদেশ ফুটবল দলও ‘সন্ত্রাসী ইসরায়েল থেকে ফিলিস্তিনকে রক্ষা করুন’ ব্যানার নিয়ে মাঠ প্রদক্ষিণ করে

বিশ্বকাপ ফাইনালে কোহলির কাছে কাছে ছুটে যান ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানানো এই দর্শক
এএফপি

ফিলিস্তিনের ওপর ইসরাইলের সাম্প্রতিক হামলার ঘটনায় ক্রিকেট মাঠে প্রথম বড় সমর্থনের দেখা মেলে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের কাছ থেকে। বিশ্বকাপের লিগ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের রেকর্ড গড়া জয়ে ১৩১ রান করা রিজওয়ান তাঁর ইনিংসটিকে ‘গাজার ভাই–বোন’দের জন্য উৎসর্গ করেন। এরপর আহমেদাবাদে ভারত–পাকিস্তান ম্যাচে কিছু ভারতীয় দর্শক ইসরাইলের পক্ষে ব্যানার নিয়ে আসেন।

সে দিন ভারতের কাছে পাকিস্তান যে তাদের জয় ‘হামাস সন্ত্রাসবাদীদের উৎসর্গ করতে পারেনি’— এ জন্য উল্লাস প্রকাশ করে টুইটও করেন ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত নাওর গিলন।

নিরাপত্তাকর্মীরা নিয়ে যাওয়ার সময় দর্শকদের নিজের উপস্থিতি জানান দিচ্ছেন ‘স্টপ বোম্বিং প্যালেস্টাইন’ বার্তা নিয়ে নামা দর্শক
এএফপি

তবে আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখের বেশি দর্শকের সামনে অচেনা আগন্তুকের ‘ফ্রি প্যালেস্টাইন’ বার্তা সবকিছুকে ছাপিয়ে গেছে। পরে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, মাঠ থেকে আটক হওয়া ব্যক্তি নিজের নাম ‘জন’ উল্লেখ করে জানান, তিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন। মাঠে ঢুকে যাওয়ার কারণ হিসেবে কোহলির ভক্ত এবং ফিলিস্তিনের প্রতি সমর্থনের কথা জানান তিনি।

এর আগে বিশ্বকাপের লিগ পর্বের ভারত–অস্ট্রেলিয়া ম্যাচে ড্যানিয়েল জার্ভিস (জারভো ৬৯ নামে পরিচিত) এক বৃটিশ নাগরিক মাঠে ঢুকে পড়েছিলেন। পরে আইসিসি তাঁকে বিশ্বকাপ মাঠে নিষিদ্ধ করেছিল।