নাহ্, এবারও শেষ করে আসতে পারলেন না তানজিদ হাসান।
ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচের মতো আজ ওমানের বিপক্ষেও দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার তানজিদ। তবে আবারও পঞ্চাশ ছোঁয়া ইনিংস বড় করার আগেই আটকে গেছেন। তবে তানজিদ না পারলেও আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ম্যাচ শেষ করেই মাঠ ছেড়েছেন।
দুই ওপেনারের নৈপুণ্যে ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তানজিদ ৪৯ বলে ৬৮ রান করে আউট হয়ে গেলেও নাঈম অপরাজিত ছিলেন ৪৭ রানে। প্রথমে ব্যাট করা ওমানকে মাত্র ১২৬ রানে আটকে রাখার পর ১৬.৩ ওভারেই জয় নিশ্চিত করে সাইফ হাসানের দল।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশের জয়টা আজ বেশ জরুরিই ছিল। চার দল নিয়ে গড়া গ্রুপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪৮ রানে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। সেরা চারের সম্ভাবনা টিকিয়ে রাখতে বড় জয়ই দরকার ছিল। জয়টা ১০ উইকেটেরই হতে পারত, তানজিদ আর অধিনায়ক সাইফ যদি তাড়াহুড়ো না করতেন।
রান তাড়ায় শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও ছিলেন তানজিদ। আগের ম্যাচে ৫১ রান করা এই বাঁহাতি টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন মাত্র ২৮ বলে। এর মধ্যে চার ছিল ৮টি, ছয় ২টি, বাউন্ডারি থেকেই ৪৪ রান।
পরের দিকে হাত খোলা নাঈমও অবশ্য বাউন্ডারিতেই ঝুঁকেছেন বেশি। সব মিলিয়ে মোট ৯৯ বল ব্যাট করেছে বাংলাদেশ ‘এ’ দল। এর মধ্যে ৪৬টি ডট, আর চার-ছয় মিলিয়ে বাউন্ডারি ২২টি।
তানজিদ-নাঈমের উদ্বোধনী জুটি প্রথম ১০ ওভারে তুলে ফেলে ৮৬ রান। এরপর রানের গতি কমে যাওয়ার পর ভাঙে জুটিও। দলীয় ১০৯ রানে ৪৯ বলে ৬৮ রান করে বাউন্ডারিতে ক্যাচ দেন তানজিদ, তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও দুটি ছয়। তিনে নামা অধিনায়ক সাইফ ফেরেন এক বল পরেই। তবে জাকির হাসান নামার পর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। জাকির ৬ বলে ২ চারে ১১ রান করে অপরাজিত থাকেন, জয়সূচক বাউন্ডারি খেলা নাঈম ৭ চারে ৪৭ রান করে ৪২ বলে।
এর আগে ওমানকে মাত্র ১২৬ রানে আটকে রাখার পথে মূল অবদান রাখেন ডানহাতি পেসার তানজিম হাসান। চার উইকেট তুলে নেন তিনি। ওমান তৃতীয় ও পঞ্চম উইকেটে ৪৫ রানের দুটি জুটি পেলেও বড় সংগ্রহ গড়তে পারেনি। তানজিম শেষ দিকে এসে তিন উইকেট তুলে নিলে অল্প রানে আটকে যায় ওমান। ম্যাচসেরাও হয়েছেন এই পেসারই।
সংক্ষিপ্ত স্কোর
ওমান ‘এ’ দল: ৪৬ ওভারে ১২৬ (আয়ান ২৬, শুব পাল ২৫; তানজিম ৪/১৮, মাহমুদুল ২/২১, রকিবুল ২/৩২)।
বাংলাদেশ ‘এ’ দল: ১৬.৩ ওভারে ১৩০/২ (তানজিদ ৬৮, নাঈম ৪৭*; ইলিয়াস ২/১৭)।
ফল: বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: তানজিম হাসান