নাজমুল কেন সহ-অধিনায়ক, লিটন কেন নয়

লিটনকে সরিয়ে বিশ্বকাপে সহ–অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুলকেছবি : এএফপি

তামিম ইকবাল নেই। আছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ দলের ওয়ানডে বিশ্বকাপ দলে এর বাইরে চমক একটাই—বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ–অধিনায়ক নাজমুল হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সর্বশেষ ম্যাচে অধিনায়কত্ব করা নাজমুলকে সাকিবের ডেপুটি করে বিশ্বকাপে পাঠানো হচ্ছে।

অথচ সাকিবের অবর্তমানে এর মধ্যেই তিন সংস্করণের ক্রিকেটে অধিনায়কত্ব করার সুযোগ হয়েছে লিটন দাসের। নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচেও তিনি ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।

আজ নির্বাচক হাবিবুল বাশারের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হয়। নাজমুলকে সহ–অধিনায়ক করার কারণ জানিয়ে তিনি প্রথম আলোকে বলেছেন, ‘ভবিষ্যৎ একটা কারণ।’ আর লিটনের নেতৃত্বে অনাগ্রহও তাঁকে নেতৃত্ব থেকে সরানোর একটি কারণ, ‘লিটন নিজেও চায় না। সে একটু ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে চায়।’

আরও পড়ুন

বিশ্বকাপ দলে বিকল্প ওপেনার না থাকার কারণও জানা গেল হাবিবুলের কথায়, ‘আমরা ব্যাকআপ হিসেবে মিরাজকে ভাবছি।’

ব্যাটিংয়ে বেশি মনোযোগী হতে লিটন স্বেচ্ছায় সহ–অধিনায়কের পদ ছেড়েছেন বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার
ছবি : প্রথম আলো

বিকল্প ওপেনার হিসেবে বিশেষজ্ঞ কাউকে না নেওয়ায় একজন বাড়তি বোলার দলে রাখার সুযোগ হয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ দলে শেখ মেহেদী হাসান সুযোগ পেয়েছেন সে কারণে। পাশাপাশি জায়গা হয়েছে পাঁচ পেসারেরও। হাবিবুল এর পেছনে ভারতের কন্ডিশনের কথাটা মনে করিয়ে দিলেন, ‘ভারতে এখন আর্লি সিজন। উইকেট সতেজ থাকবে। স্বাভাবিকভাবেই পাঁচজন পেসার দরকার হবে।’

আরও পড়ুন

যেতে যেতে আরও একটি প্রশ্নের মুখোমুখি হলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। প্রশ্নটা হলো, এই দলটা বিশ্বকাপে কেমন করবে? যা শুনেই ঘুরে দাঁড়ালেন হাবিবুল। উত্তরে মজা করে বললেন, ‘চ্যাম্পিয়ন হবে এই দল।’ এরপর একটু সিরিয়াস হয়ে যোগ করলেন, ‘আমি এদের অনেক দিন ধরে দেখছি। ওরা কয়টা ম্যাচ জিতবে জানি না। তবে বিশ্বকাপে প্রতিটি দলকে ভোগাবে, এটা জানি।’

আরও পড়ুন