বরিশালকে হারিয়ে রংপুরকে তিনে ঠেলে কোয়ালিফায়ারে চিটাগং

দারুণ এক জয় পেয়েছে চিটাগং কিংসশামসুল হক

ফরচুন বরিশালের এই ম্যাচ থেকে পাওয়ার ছিল না কিছুই। বিপিএলের কোয়ালিফায়ার তাদের নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই।

চিটাগং কিংসও প্লে-অফ নিশ্চিত করে ফেলেছিল আগেই, তবুও তাদের সামনে একটা সমীকরণ ছিল। ম্যাচটা জিতলে এলিমেনটরের বদলে কোয়ালিফায়ার খেলার সুযোগ সামনে। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে চিটাগং, বিপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে তারা ২৪ রানে হারিয়ে দিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বরিশালকে। আগামী সোমবার কোয়ালিফায়ারে আবার মুখোমুখি হবে এই দুই দল।

টস হেরে ব্যাট করতে নামা চিটাগং ৪ উইকেট হারিয়ে তোলে ২০৬ রান। বড় স্কোরের এই ভিতটা তাদের গড়ে দেন পারভেজ হোসেন। চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পাওয়া এই ওপেনার লিগ পর্বে দলের শেষ ম্যাচে এসে রানের দেখা পেলেন। বিপিএলে আগের ৯ ম্যাচে ১৪৫ রান করা পারভেজ এদিন ৪১ বলে ৮ ছক্কা ও ১ চারে করেন ৭৫ রান।

আরও পড়ুন

উদ্বোধনী সঙ্গী খাজা নাফিকে নিয়ে পাওয়ারপ্লের ৬ ওভারে ৫৫ রান তোলেন পারভেজ। এমন শুরুর পর দলের রানটা ২০০ না পেরোলে সেটি ব্যর্থতাই হতো। চিটাগং ওই চ্যালেঞ্জ পেরিয়েছে মূলত হায়দার আলী ও শামীম হোসেনের ব্যাটে। ২৩ বল খেলা হায়দার ৩ ছক্কা ও সমান চারে করেন ৪২ রান। শামীমের ১২ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে ৩ চার ও ২ ছক্কা।

চিটাগং কিংসের উইকেট উদযাপন
প্রথম আলো

তাড়া করতে নেমে বরিশালের দুই ওপেনারই হতাশ করেছেন। অধিনায়ক তামিম ইকবাল তো বিনুরা ফার্নান্দোর প্রথম ওভারের পুরোটা খেলে একটি রানও করতে পারেননি, শেষ বলে ক্যাচও তুলে দিয়েছেন। প্রথম ওভারের পুরোটা খেলে কোনো রান না করে আউট হয়ে যাওয়ার ঘটনা বিপিএলে এটা দ্বিতীয়বার। ২০২২ সালে ফরচুন বরিশালের সৈকত আলী কুমিল্লা ভিক্টোরিয়ানসের নাহিদুল ইসলামের করা প্রথম ওভার পুরোটা খেলে কোনো রান না করে আউট হয়ে যান।

আরও পড়ুন

ওপেনার হিসেবে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন বরিশালের তাওহিদ হৃদয়ও। ১১ বলে ৯ রান করে খালেদ আহমেদের বলে হৃদয় ক্যাচ দিয়েছেন আলিস আল ইসলামের হাতে। তবুও ফরচুন বরিশালের আশা টিকে ছিল যতক্ষণ ডেভিড ম্যালান ছিলেন। মুশফিকুর রহিমের সঙ্গে মিলে তৃতীয় উইকেট জুটিতে ম্যালান করেন ৩১ বলে ৫৩ রান। ২২ বলে ২৪ রানে মুশফিক আলিসকে ফিরতি ক্যাচ দিলে ভাঙে এই জুটি।

ম্যাচসের পারভেজ হোসেন
প্রথম আলো

এরপরও মাহমুদউল্লাহকে নিয়ে চেষ্টা করতে থাকেন ম্যালান। তবে ওই চেষ্টা থেমে যায় ৩৪ বলে ৬৭ রান করে আলিসের বলে ম্যালান গ্রাহাম ক্লার্কের হাতে ক্যাচ দিলে। মাহমুদউল্লাহ অবশ্য শেষ পর্যন্ত উইকেটেই ছিলেন। তবে তাঁর ২৬ বলে ৪৪ রানের ইনিংসটা শুধু হারের ব্যবধানই কমিয়েছে। ৭ উইকেটে ১৮২ রান করে থামে বরিশাল।

৩ ফেব্রুয়ারি ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে চিটাগাং ও বরিশাল। ওই দিনই প্রথম এলিমেনটরে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর। প্রথম ৮ ম্যাচ জেতা রংপুরকে টানা ৪ হারের পর এখন ফাইনালে উঠতে খেলতে হবে দুটি ম্যাচ।