‘বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল ভারতে যাবে কি না, সেই সিদ্ধান্ত আফ্রিদি দেবে না’

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিছবি: এএফপি

এশিয়া কাপে ভারতের খেলা আর ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। এর সঙ্গে আবার জড়িয়ে আছে অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ। সমস্যাটা এ রকম—ভারত যদি এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের ‘হাইব্রিড মডেল’ মেনে না নেয়, তাহলে পাকিস্তানও ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে ঘোষণা দিয়েছে। ‘হাইব্রিড মডেল’ মানে এশিয়া কাপের আয়োজক পাকিস্তানই থাকবে, ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ কোনো ভেন্যুতে হবে। ভারত তাদের দল পাকিস্তানে পাঠাতে চায় না বলেই এই প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এ নিয়ে পাকিস্তান ও ভারতের ক্রিকেট বোর্ডের টানাটানির মধ্যে ঢুকে পড়েছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক গত পরশু ক্রিকেটপাকিস্তান ডটকম ওয়েব পোর্টালকে এ বিষয়ে বলেছেন, তিনি বুঝতে পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ড এত অনমনীয় অবস্থানে কেন? আর বারবার তারা কেন বলে যাচ্ছে যে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। আফ্রিদির এ কথার জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি।

আরও পড়ুন
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি
ছবি: টুইটার

আফ্রিদি বলতে চেয়েছিলেন, ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে যদি পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিতে পারে এবং বিশ্বকাপ জিতে ফেরে, তাহলে বিসিসিআইকে কষে একটা চড়ও দেওয়া হবে! কিন্তু নাজাম শেঠির কথা—পাকিস্তান দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি না, এই সিদ্ধান্ত আফ্রিদি, বিসিসিআইয়ের সচিব জয় শাহ বা তিনি নেওয়ার কেউ নন!

নাজাম শেঠি বিবিসিকে বলেছেন, ‘বিশ্বকাপ খেলতে যাওয়ার সিদ্ধান্ত শহীদ আফ্রিদি, জয় শাহ বা আমার নয়। ভারত দলের সিদ্ধান্ত ভারত সরকারের হাতে আর পাকিস্তান দলের সিদ্ধান্ত পাকিস্তান সরকারের।’

আরও পড়ুন

পাকিস্তান ক্রিকেট বোর্ড এ ক্ষেত্রে যে সরকারের আজ্ঞাবহ, সেটা বোঝাতে নাজাম শেঠি বলেছেন, ‘পাকিস্তান সরকার যদি বলে আমাদের দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে পারে, তাহলে আমরা নিশ্চয়ই যাব।’

আরও পড়ুন