ফটো ফিচার: ছবির গল্পে ২৩ ছক্কা ও ৪০৯ রানের ম্যাচ

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ রানে হেরেছে বাংলাদেশ। দুই দলের খেলা ৪০ ওভারে ২৩ ছক্কার ম্যাচে রান উঠেছে মোট ৪০৯। রানবন্যার এই ম্যাচে শেষ ওভারে পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত জিতেছে আসলে ক্রিকেট—সেটি উপভোগ্য একটি ম্যাচের কারণে। প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক হকের ক্যামেরায় তেমন কিছু মুহূর্তই ধরা পড়ল—
১ / ৯
টস করার সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন ও শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালাঙ্কা
২ / ৯
আগে ব্যাট করা শ্রীলঙ্কার হয়ে ৬১ বলে ৯৬ রানের জুটি গড়েছিলেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা
৩ / ৯
কুশল মেন্ডিস ক্যাচ তুলেছিলেন আকাশে। বলের ফ্লাইট বুঝতে না পারায় এবং ফ্লাডলাইটের আলোর কারণে ক্যাচটি শেষ পর্যন্ত নিতে পারেননি বাংলাদেশের উইকেটকিপার লিটন দাস
৪ / ৯
ব্যাটেও ভালো করতে পারেননি লিটন। অধিনায়ক নাজমুল হোসেনও ব্যাটে রান পাননি
৫ / ৯
বিশাল আকৃতির লাল-সবুজ জার্সি নিয়ে মাঠে হাজির ছিল বাংলাদেশ দলের নতুন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি
৬ / ৯
বুড়ো হাড়ের ভেলকি বলতেই পারেন। দুই শতাধিক রান তাড়া করতে নেমে শুরুতে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন মাহমুদউল্লাহ। ৩১ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলেন
৭ / ৯
মাহমুদউল্লাহর পর ঝড় তুলেছিলেন জাকের আলী। তাঁর ৩৪ বলে ৬৮ রানের ইনিংসে বাংলাদেশ ম্যাচটি টেনে নিতে পেরেছিল শেষ ওভার পর্যন্ত
৮ / ৯
ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন দুই দলের খেলোয়াড়েরা
৯ / ৯
ম্যাচসেরার পুরস্কার হাতে শ্রীলঙ্কার চারিত আসালাঙ্কা