জিম্বাবুয়ের কাছে হারের উত্তর খুঁজছেন ডোনাল্ডও

হারারেতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডপ্রথম আলো

গত মার্চে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন অ্যালান ডোনাল্ড। নতুন চাকরির প্রথম অ্যাসাইনমেন্টেই বাংলাদেশ দলকে দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হারাতে দেখেন এই কিংবদন্তি পেসার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানদের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ডোনাল্ডের ভাষায়, ‘সেখানে কী ক্লাসি দলই না ছিলাম আমরা!’

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ বাংলাদেশ দলের অনুশীলন
প্রথম আলো


ওয়ানডে সুপার লিগের সেই সিরিজটি বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। এরপর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানের জয়। কিন্তু গত কয়েক মাসে এমন কী হলো যে প্রায় একই কন্ডিশনে প্রতিপক্ষ জিম্বাবুয়ের কাছে সিরিজ হারতে হলো বাংলাদেশকে? হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ বাংলাদেশ দলের অনুশীলনের আগে ডোনাল্ডের কাছেই করা এ প্রশ্নটার নির্দিষ্ট কোনো উত্তর পাওয়া গেল না।

ডোনাল্ড বলছিলেন, ‘একদম একই কন্ডিশনে খেলা কিন্তু। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা কী ক্লাসি দল ছিলাম দক্ষিণ আফ্রিকায়, ঠিক এমন কন্ডিশনে। সেখানে আমরা কীভাবে বল করেছি, আমরা মাঝের ওভারে কীভাবে সেখানে উইকেট নিয়েছি। এখানে আমরা নতুন বলে ভালো করছি। কিন্তু মাঝের ওভারে, যেখানে উইকেট নেওয়ার আরও সুযোগ ছিল, তখন কোনো উত্তর খুঁজে বের করতে পারিনি।’

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ বাংলাদেশ দলের অনুশীলন
প্রথম আলো

জিম্বাবুয়ে সফর শেষে বাংলাদেশ দল এশিয়া কাপ খেলবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়ায়। সেখানকার কন্ডিশন হারারের মতোই হবে বলে মনে করেন ডোনাল্ড। সে জন্য বাংলাদেশ দলকে তিনি মানসিকভাবে প্রস্তুত হতে বলছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটগুলো ঠিক এমনই হবে। অস্ট্রেলিয়ার উইকেট সব সময় ভালো। এশিয়া কাপ দুবাইয়ে। সেখানেও কন্ডিশন এমনই থাকবে। আমি জানি সেটা টি-টোয়েন্টি। এটা ওয়ানডে। তবে হ্যাঁ, সেখানে উইকেট ভালো থাকবে।’

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ বাংলাদেশ দলের অনুশীলন
প্রথম আলো


তার আগে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য জিম্বাবুয়ের বিপক্ষে ধবলধোলাই এড়ানো। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি হেরে বাংলাদেশ দল আগামীকাল সিরিজের শেষ ম্যাচ খেলবে লজ্জা এড়ানোর জন্য। হারিয়ে ফেলা আত্মবিশ্বাস কিছুটা হলেও পুনরুদ্ধানের লক্ষ্যও আছে দলের।

ওরা আমাদের চাপে ফেলেছে। আমাদের কাছে এর কোনো উত্তর ছিল না। এটা ড্রেসিংরুমে বসে দেখা কঠিন। কারণ, আপনি কিছু করতে পারবেন না। সিদ্ধান্ত নেওয়াটা ক্রিকেটারদের কাজ।
অ্যালান ডোনাল্ড

বাংলাদেশ দলের মানসিক অবস্থার কথা জানাতে গিয়ে আজ ডোনাল্ড বলছিলেন, ‘কঠিন শিক্ষা পাওয়ার পর যেমন হয়, দলের অবস্থা তেমনই। আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছি, কিছু বাজে সিদ্ধান্তও। আজ সকালে আমরা এ নিয়ে কথা বলেছি। আমরা এই দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নিয়ে কথা বলেছি। সিরিজ হেরেছি। কিন্তু আত্মবিশ্বাস নেওয়ার জন্য জিততে হবে। জিম্বাবুয়ে খুব ভালো খেলেছে। রাজা অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। চাকাভা দেখিয়েছে তার সামর্থ্য। ওরা আমাদের চাপে ফেলেছে। আমাদের কাছে এর কোনো উত্তর ছিল না। এটা ড্রেসিংরুমে বসে দেখা কঠিন। কারণ, আপনি কিছু করতে পারবেন না। সিদ্ধান্ত নেওয়াটা ক্রিকেটারদের কাজ।’