বিশ্বকাপে ৩ উইকেট পেলে প্রথম ক্রিকেটার হিসেবে যে কীর্তি গড়বেন সাকিব

দারুণ এক মাইলফলকের সামনে সাকিবপ্রথম আলো

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি কে? এই প্রশ্নের উত্তর দিতে হয়তো খুব বেশি ভাবার প্রয়োজন নেই। ৪৭ উইকেট নিয়ে সাকিব আল হাসানই বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি। শুধু বাংলাদেশরই নন, ৪৭ উইকেট নেওয়া সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপেরই সর্বোচ্চ উইকেটশিকারি।

সব ঠিক থাকলে এবার আরও একটি বিশ্বকাপ খেলবেন সাকিব। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়ার কথা সাকিবেরই। কারণ, শীর্ষ ৫ উইকেটশিকারির বাকি সবাই অবসর নিয়েছেন। বিশ্বকাপে খেলবেন, এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাঁর উইকেট ৩১টি।

আরও পড়ুন

চোট না থাকলে সাকিব যে এবারের বিশ্বকাপ খেলবেন, সেটা নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে সাকিব খেললে নতুন আরেকটি কীর্তি গড়বেন তিনি। ২০০৭ থেকে ২০২৪—সব টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দুই ক্রিকেটারের একজন হবেন সাকিব। তালিকার বাকি নামটি ভারতের রোহিত শর্মার।

রোহিতের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন সাকিব। সাকিবের ৩৬ ম্যাচের বিপরীতে রোহিত এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন ৩৯টি ম্যাচ। দুজনই সমানসংখ্যক বিশ্বকাপ খেললেও রোহিতের ম্যাচ খেলার পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি। রোহিতের ভারত ২০০৭ সালে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও ফাইনাল খেলেছে ২০১৪ সালে। এবারের বিশ্বকাপে দেখা যাবে, এমন ক্রিকেটারদের মধ্যে সাকিব, রোহিতের পর সর্বোচ্চ ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার—৩৪টি।

জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ বোলিং করেছেন সাকিব
শামসুল হক

টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষ ১০–এ আছেন সাকিব। অষ্টম স্থানে থাকা সাকিব ৩৬ ইনিংসে ২৩.৯৩ গড় আর ১২২ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৪২। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান এসেছে ভারতের বিরাট কোহলির ব্যাট থেকে। ২৫ ইনিংসে তাঁর রান ১১৪১। গড় তো অবিশ্বাস্য—৮১.৫০, স্ট্রাইক রেট ১৩১.৩০। সবচেয়ে বেশি ম্যাচ খেলা রোহিতের ব্যাট থেকে এসেছে ৯৬৩ রান।

বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন ব্রেন্ডন ম্যাককালাম। ২০১২ সালে ৫৮ বলে ১২৩ রানের ইনিংসটি তিনি খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে দুটি সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের।

আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কাও এসেছে গেইলের ব্যাট থেকে। ৬৩টি ছক্কা মেরেছেন গেইল। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা এসেছে রোহিতের ব্যাট থেকে, তিনি মেরেছেন ৩৫ ছক্কা। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার মেরেছেন ৩৩টি ছক্কা। ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংও ৩৩টি ছক্কা মেরেছেন। ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন ছক্কা মেরেছেন ৩১টি করে।