অশ্বিন, বেয়ারস্টো, সাউদি, উইলিয়ামসন—মিলে গেছে তাঁদের শততম টেস্ট

আগামী শুক্রবার অভূতপূর্ব এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। সবকিছু ঠিক থাকলে ১৪৭ বছরের ইতিহাসে প্রথমবার একই দিনে চার খেলোয়াড়কে শততম টেস্ট খেলতে দেখা যাবে। তবে এক ম্যাচে নয়, ভিন্ন দুটি ম্যাচেই শততম টেস্ট খেলবেন ওই চারজন।

ওই চারের দুজন রবিচন্দ্রন অশ্বিন ও জনি বেয়ারস্টো ১০০ টেস্টের ক্লাবে অবশ্য ঢুকে যাবেন এক দিন আগেই। ধর্মশালায় ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টটা যে শুরু হবে ৭ মার্চ। পরদিন ক্রাইস্টচার্চে যে ক্লাবে প্রবেশাধিকার পাবেন নিউজিল্যান্ডের টিম সাউদি ও কেইন উইলিয়ামসন।

১৯৬৮ সালে ১০০ টেস্ট ক্লাবের পত্তন হয়েছিল এমসিসির সৌজন্যে। মেরিলিবোন ক্রিকেট ক্লাব নয়, এই এমসিসি মাইকেল কলিন কাউড্রে। ক্রিকেট যাকে মনে রেখেছে কলিন কাউড্রে নামেই। টেস্ট অভিষেকের ১৪ বছর পর ১৯৬৮ সালে প্রথম ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক।

আরও পড়ুন

কালের পরিক্রমায় কাউড্রের প্রতিষ্ঠিত সেই ক্লাবে যোগ দিয়েছেন আরও ৭৫ ক্রিকেটার। ৭৬ সদস্যের সেই ক্লাব একঝটকায় এ সপ্তাহে হয়ে যাবে ৮০ জনের। তবে ধর্মশালা ও ক্রাইস্টচার্চ টেস্ট দুটি এক দিন আগে-পরে শুরু হওয়ায় অল্পের জন্যই আরেকটি রেকর্ড হবে না।

একই ম্যাচে শততম টেস্টের মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ডের মাইক আথারটন (বাঁয়ে) ও অ্যালেক স্টুয়ার্ট
এএফপি

সেই রেকর্ডটা একই দিনে ১০০ টেস্টের ক্লাবের টিকিট পাওয়ার। এক ম্যাচে সর্বোচ্চ ৩ খেলোয়াড়ের ১০০তম টেস্ট খেলতে নামার ঘটনা যে আছে একটি। সেই দিনটি ২০০৬ সালের ১৫ এপ্রিল। সেদিন সেঞ্চুরিয়নে শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। ওই ম্যাচটি ছিল নিউজিল্যান্ড অধিনায়ক স্টিভেন ফ্লেমিং এবং দুই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও শন পোলকের শততম টেস্ট।

একই দিনে ও একই টেস্টে একাধিকজনের শততম টেস্ট খেলার উদাহরণ আছে আরও দুটি। প্রথমবার ২০০০ সালের আগস্টে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে হওয়া তৃতীয় টেস্টটা ছিল দুই ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক স্টুয়ার্ট ও মাইকেল আথারটনের শততম। ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শততম ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন স্টুয়ার্ট।

আরও পড়ুন
নিজেদের শততম টেস্টে টসের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক (বাঁয়ে) ও ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক
এএফপি

১৩ বছর পর ২০১৩ সালে পার্থে একই ম্যাচে ১০০ টেস্টের ক্লাবে ঢোকেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক। কুক ও ক্লার্কই ছিলেন সেই ম্যাচে দুই দলের অধিনায়ক। টস করতে নামা দুজনই খেলছেন শততম টেস্ট, এমন কিছু আর দেখা যাবে কি না, কে জানে!

বৃহস্পতিবার ভারতের ১৪তম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলবেন রবিচন্দ্রন অশ্বিন। ১৭তম ইংলিশ হিসেবে অশ্বিনের সঙ্গী হবেন জনি বেয়ারস্টো। শুক্রবার নিউজিল্যান্ডের পঞ্চম ও ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ‘১০০’ পেয়ে যাবেন সাউদি ও উইলিয়ামসন।

একই সঙ্গে ১০০ টেস্ট ক্লাবে প্রবেশাধিকার পেতে যাওয়া এই চার খেলোয়াড়ের অভিষেক অবশ্য একই বছরে হয়নি। কিউই অধিনায়ক সাউদির অভিষেক ২০০৮ সালে, উইলিয়ামসন টেস্টে এসেছেন ২০১০ সালে। অশ্বিনের টেস্ট অভিষেক ২০১১ সালে, বেয়ারস্টোর ২০১২ সালে।

আরও পড়ুন