১ ওভারে ৩ উইকেট তাসকিনের, মুশফিকের ২৩ বলে অপরাজিত ৪৬ রান

জিম–আফ্রো টি১০–এ ভালো কাল ভালো খেলেছেন মুশফিক ও তাসকিনছবি: এএফপি

জিম্বাবুয়েতে জিম-আফ্রো টি১০ টুর্নামেন্টে কাল মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। ম্যাচটি মুশফিকের দল জোবার্গ বাফেলোস জিতলেও ভালো খেলেছেন দুজনই। মুশফিক ব্যাট হাতে ২৩ বলে অপরাজিত ৪৬ রান করেছেন আর তাসকিন ২ ওভারে ১১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

২৩ বলে ৮টি চারে ৪৬ রান তুলে অপরাজিত থাকেন মুশফিক
ছবি: ইনস্টাগ্রাম

টসে জিতে তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তাসকিনের বোলিং তোপে ১৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে জোবার্গ। ইনিংসের তৃতীয় ওভারে বল হাতে পান তাসকিন। বাংলাদেশের পেসার সেই ওভারেই তুলে নেন মোহাম্মদ হাফিজ, রবি বোপারা ও ডেলানো পটগিয়েটারকে। পরের ওভারে অবশ্য কোনো উইকেট পাননি তিনি।

দ্রুত ৪ উইকেট হারালেও জোবার্গ ১০ ওভারে ৭ উইকেটে ১০৫ রান তুলতে পারে মুশফিকের অসাধারণ ব্যাটিংয়ে। ৬ নম্বরে ব্যাট করতে নেমে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান ২৩ বলে ৮টি চারে ৪৬ রান তুলে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভার ৯ উইকেটে ৯৫ রান করতে পারে বুলাওয়ে

তাসকিন কাল আরও একটি ম্যাচ খেলেছেন। সেই ম্যাচে তিনি ২ ওভারে ৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। হারারে হারিকেনসের বিপক্ষে সেই ম্যাচে জিতেছে তাঁর দলও।