মাঠে ফিরেই সেঞ্চুরি মুশফিকের

জাতীয় লিগে সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিমপ্রথম আলো

চোট কাটিয়ে মাঠে ফিরেই সেঞ্চুরির দেখা পেলেন মুশফিকুর রহিম। আজ জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মহানগরের বিপক্ষে রাজশাহীর হয়ে  প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি পেয়েছেন মুশফিক। দিন শেষে ১০৮ রানে অপরাজিত আছেন তিনি।

এবারের জাতীয় লিগে কোনো ব্যাটসম্যানের এটিই প্রথম সেঞ্চুরি। এমনিতে এবার ডিউক বলের সঙ্গে মানিয়ে নিতে ব্যাটসম্যানদের বেশ সমস্যাই হচ্ছে। বেশ সংক্ষিপ্ত নোটিশেই ইংল্যান্ডের এই বলে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় লিগে।

জাতীয় লিগে নিজেদের প্রথম ম্যাচটি ড্র করেছিল রাজশাহী। সে ম্যাচে খেলেননি মুশফিক।  গতকাল আগে ব্যাটিং করে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায় ঢাকা মহানগর। কাল ব্যাটিংয়ে নেমে ১১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল রাজশাহী।

দিনের খেলা শেষে ফেরার পথে মুশফিক, আজ চট্টগ্রামে
সংগৃহীত

মুশফিক আজ নামেন ৮৯ রানে তৃতীয় উইকেট পড়ার পর। তাঁকে রেখে অবশ্য জুনায়েদ সিদ্দিক ফেরেন দ্রুতই। এরপর প্রিতম কুমারের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ১০৭ রানের জুটি গড়েন মুশফিক। ২ রানের ব্যবধানে এরপর প্রিতম ও মেহেরব হাসান ফিরলে আবার ফরহাদ রেজাকে নিয়ে চাপ সামাল দেন মুশফিক।

আরও পড়ুন

৯৮ বলে ফিফটি পূর্ণ করেন, এরপর সেঞ্চুরিতে যেতে তুলনামূলক বেশি সময় লাগে তাঁর। তিন অঙ্কে যান ২২৮ বলে। আবু হায়দারের লেগ সাইডের বলে ক্লিপ করে ডাবলস নিয়ে মাইলফলকে যান ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। ৬ উইকেটে ৩৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে রাজশাহী। ইনিংসে এখন পর্যন্ত ৬টি চার মেরেছেন মুশফিক। তাঁর সঙ্গী ফরহাদ অপরাজিত ৫৮ রান করে।

গত মাসের শুরুতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অবসরের ঘোষণা দেন মুশফিক। এরপর গত ১৭ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিমনেসিয়ামে ফিটনেস অনুশীলনের সময় হাঁটুতে চোট পান এ অভিজ্ঞ ব্যাটসম্যান। দুই সপ্তাহের জন্য তখন ছিটকে যান তিনি।

জাতীয় লিগে মুশফিক ছাড়াও খেলছেন তামিম ইকবাল। চট্টগ্রামের হয়ে এখন পর্যন্ত অবশ্য তেমন কিছু করতে পারেননি তিনি।