আউট নিয়ে সাদমান বললেন, ‘শটস না খেললে তো রান হবে না’

উইকেটে থিতু হলেও ইনিংস লম্বা করতে পারেননি সাদমান ইসলাম।এএফপি

ব্যাটসম্যানরা এলেন, থিতু হলেন, শট খেলতে গেলেন, আউট হয়ে গেলেন—শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ব্যাটিংয়ের গল্প অনেকটা এমনই। দিনের শেষবেলায় নাঈম হাসানের আউট বাদ দিলে বাকি ব্যাটসম্যানরা একপ্রকার উইকেট ছুড়ে দিয়ে এসেছেন।

দিন শেষের সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসা নিয়ে সাদমান ইসলাম বলেন, রানের জন্য শট খেলেছেন তাঁরা। তবে কিছু শট হয়তো ভুল হয়ে গেছে বলে মনে করেন তিনি।

আজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশের যেসব ব্যাটসম্যান শট খেলতে গিয়ে আউট হয়েছেন, তাঁদের মধ্যে সাদমান একজন। সকাল থেকে ভালোই খেলছিলেন। হাফ সেঞ্চুরির কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন। কিন্তু হুট করেই অফ স্টাম্পের অনেক বাইরের এক বল চালিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন এই বাঁহাতি। উইকেটকিপারের হাত ছুঁয়ে তা যায় স্লিপে দাঁড়ানো ধনঞ্জয়া ডি সিলভার হাতে। ৯৩ বলে ৪৬ রান করে আউট হয়ে যান সাদমান। বাংলাদেশের বেশির ভাগ ব্যাটসম্যানের আউটের ধরনও কাছাকাছি। রানের জন্য খেলতে গিয়ে আউট।

৪৬ রান করে ফিরেছেন সাদমান ইসলাম।
এএফপি

শট খেলতে গিয়ে আউট হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আজ প্রথম দিনের শেষে সাদমানকে জিজ্ঞাসা করা হলে তিনি মনে করিয়ে দিয়েছেন এমন এক কথা, যা আলাদা করে বলার তেমন দরকার নেই, ‘শটস না খেললে তো রান হবে না।’

আরও পড়ুন

সাদমানের কথাটি পুরোপুরি সত্য। কিন্তু প্রশ্ন উঠেছে মূলত তাঁদের বল নির্বাচন আর শট খেলার ধরন নিয়ে। এই সিরিজের প্রথম ম্যাচে গলে দুই ইনিংসে যথাক্রমে ৪৯৫ ও ৬ উইকেটে ২৮৫ রান করেছিল বাংলাদেশ। সাদমানও ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করেছিলেন।

শট খেলার প্রসঙ্গে সাদমান মনে করিয়ে দিয়েছেন তা–ও, ‘গলেও আমরা ভালোই শট খেলছি, যেগুলো হয়তো বাউন্ডারি এসেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত সবাই…হয়তো দিনটা আমাদের ছিল না।’

শট খেলতে গিয়ে আউট হয়েছেন বেশির ভাগ ব্যাটসম্যান।
এএফপি

ম্যাচে চাপ অনুভব করে ব্যাটসম্যানরা অমন শট খেলেননি বলেও দাবি সাদমানের, ‘এমন কোনো চাপে তো...কিছু কিছু শটস হয়তো ভুল হয়ে গেছে। শটস তো ক্রিকেটেরই একটা পার্ট। এটা না খেললে স্কোরটাও আসবে না, রানটাও স্কোরবোর্ডে বড় হবে না।’

বাংলাদেশ দল প্রথম দিন শেষ করেছে ৮ উইকেট হারিয়ে ২২০ রান করে। বেশ কয়েকজন ব্যাটসম্যান সম্ভাবনা জাগিয়েও ইনিংসটা বড় করতে পারেননি। সাদমান নিজে আউট হয়েছেন ৪৬ রানে, ৭৫ বল খেলে ৩৫ রান করে মুশফিক, ৫৬ বলে ৩৪ রান করে লিটন আর ৪২ বলে ৩১ রান করে মেহেদী হাসান মিরাজ।

থিতু হয়ে আউট হয়ে যাওয়া নিয়ে দিন শেষে সাদমান বলেন, ‘কেউ তো আর ইচ্ছা করে আউট হতে চায় না। ব্যাটসম্যানরা প্রত্যেকেই হয়তো সেট হয়ে আউট হয়েছি। হয়তো এটা আমাদের খারাপ দিন ছিল। আমরা পরের ইনিংসে ভালোভাবে কামব্যাক করব।’

আরও পড়ুন