শেষ ওভারে ২০ রান নিয়ে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ বাংলাদেশের

ব্রোঞ্জ জিতল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলছবি: বিসিবি

এশিয়ান গেমসে সোনা জিততে চীনে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালে ভারতের কাছে হেরে সেই স্বপ্ন ভঙ্গ হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতে ব্রোঞ্জ জিতেছে সাইফ হাসানের দল। আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এবারের এশিয়ান গেমসে এটি বাংলাদেশের দ্বিতীয় পদক। এর আগে বাংলাদেশের নারী ক্রিকেট দলও ব্রোঞ্জ জিতেছে।

টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৫ ওভারে পাকিস্তান ৪৮ রান তোলার পরই বৃষ্টি শুরু হয়। এরপর দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পাকিস্তান আর ব্যাটিংয়ে নামার সুযোগ পায়নি। বৃষ্টি আইনে বাংলাদেশের সমানে লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬৫ রান।

আরও পড়ুন

এই লক্ষ্য তাড়া করার পথে সুফিয়ান মুকিমের শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২০ রান। প্রথম ৪ বলে ১৬ রান নিয়ে পঞ্চম বলে আউট হন ইয়াসির আলী। শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। রকিবুল হাসান শেষ বলে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৬ বলে ৩৪ রান করেন ইয়াসির।

এবারের এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল
ছবি: এএফপি

৬৫ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে ফেরেন জাকির হাসান ও অধিনায়ক সাইফ হাসান। এরপর আফিফ হোসেন ও ইয়াসিরের ২২ বলে ৪৪ রানের জুটি বাংলাদেশকে পথ দেখায়। শেষ দুই ওভারে বাংলাদেশের দরকার ছিল ২ ওভারে ২৫ রান।

তখন চতুর্থ ওভারে আরশাদ ইকবাল ৫ রান দিয়ে আফিফের উইকেট তুলে নিলে সমীকরণ কঠিন হয়ে যায়। তবে শেষ ওভারে কঠিন কাজটাই করেন ইয়াসির-রকিবুল। আফিফ করেন ১১ বলে ২০ রান। পাকিস্তানের আরশাদ ২ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

আরও পড়ুন