বাংলাদেশ কি আজ সিরিজ জিততে পারবে

Shamsul Haque Tanku

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে আজ টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ দল। চট্টগ্রামে প্রথম ম্যাচ জয়ের পর তিন ম্যাচের সিরিজটি আজই জিতে নেওয়ার আশায় আছেন সাকিব আল হাসান–হাসান মাহমুদরা।

পরিসংখ্যান কী বলে—টি–টোয়েন্টিতে প্রথম ম্যাচ জয়ের পর সিরিজগুলোতে এর আগে কী করেছে বাংলাদেশ? এর আগে বাংলাদেশ দুই বা তার চেয়ে বেশি ম্যাচের সিরিজ খেলেছে ২৬টি। সেখানে প্রথম ম্যাচে জয় এসেছে, এমন সিরিজের সংখ্যা ১০। সব মিলিয়ে ১০টি সিরিজের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৫টিতে। হেরেছে ১টি। বাকি ৪ সিরিজের ফলাফল ড্র।

পরিসংখ্যান বলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি জয়ের কথা বাংলাদেশ ভাবতেই পারে। যদি সেটাই হয়, তাহলে কি আজই সিরিজ জিততে পারবে বাংলাদেশ? পাঠক আপনার মতামত জানান ভোটে।