পিসিবির হল অব ফেমে ইনজামাম, মিসবাহ, মুশতাক ও আনোয়ার
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হল অব ফেমে জায়গা পেয়েছেন দেশটির চার কিংবদন্তি—ইনজামাম উল হক, মিসবাহ উল হক, মুশতাক মোহাম্মদ ও সাঈদ আনোয়ার। আজ এক বিবৃতিতে এই চারজনকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে পিসিবি।
১১ সদস্যের একটি স্বাধীন প্যানেল ইনজামাম, মিসবাহ, মুশতাক ও আনোয়ারকে হল অব ফেমে যুক্ত করার পক্ষে ভোট দিয়েছে। প্যানেলটি হল অব ফেমের সদস্য, সাবেক ক্রিকেটার, সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষকদের নিয়ে গঠিত।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিবৃতিতে বলেছেন, ‘এই চার ক্রিকেট কিংবদন্তির হল অব ফেমে জায়গা প্রাপ্য ছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি তাঁদের আন্তরিক অভিনন্দন জানাই। এই সম্মান পাকিস্তান ক্রিকেটে এবং বৈশ্বিক খেলায় তাঁদের অসামান্য অবদানকে তুলে ধরবে।’
চারজনের বিশেষত্ব তুলে ধরে নাকভি আরও বলেছেন, ‘মুশতাক মোহাম্মদকে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক বিবেচনা করা হয়। তিনি তাঁর সূক্ষ্ম নেতৃত্ব ও অনুপ্রেরণামূলক ক্রিকেটশৈলীর জন্য পরিচিত। ইনজামাম উল হকের অপরিমেয় প্রতিভা ও ম্যাচ জেতানো ক্ষমতা খেলাধুলায় একটি অমোচনী চিহ্ন রেখে গেছে। মিসবাহ উল হক চ্যালেঞ্জিং সময়ে পাকিস্তান দলের দায়িত্ব নিয়েছিলেন, ক্যাবিবিয়ানে ঐতিহাসিক সিরিজ জিতিয়েছেন এবং দলকে টেস্ট র্যাঙ্কিংয়ের চূড়ায় তুলেছিলেন। সাঈদ আনোয়ার তাঁর সহজাত দক্ষতা, ধ্রপদি কৌশলের সঙ্গে একজন ওপেনারের ভূমিকাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন এবং বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে যেকোনো পরিস্থিতিতে সাফল্য পেয়েছেন।’
এ নিয়ে পিসিবির হল অব ফেমের সদস্যসংখ্যা বেড়ে হলো ১৪। ২০২১ সালের এপ্রিলে এটি চালু করা হয়। প্রথমবার জায়গা পান হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, জহির আব্বাস, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। পরবর্তী সময়ে আবদুল কাদির, ফজল মাহমুদ, আবদুল হাফিজ কারদার ও ইউনিস খান।