এক হাতের ওকস, সিরাজের শাপমোচন ও টেস্ট ক্রিকেটের সৌন্দর্য

কে বলে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ভাটার পথে? ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ দেখে বরং উল্টোটা মনে হতে পারে। গোটা ক্রিকেট–দুনিয়ার চোখ আটকে ছিল আজ ওভালে শেষ দিনে। পাঁচ টেস্টের সিরিজে মাঠে ২৪ দিন লড়াইয়ের পর আজ শেষ দিনে এসে নির্ধারিত হলো সিরিজের ভাগ্য! কারও কারও মতে, এটি সর্বকালের সেরা টেস্ট সিরিজগুলোর একটি। সেটি বিচারের দায়িত্ব ইতিহাসের। তবে ওভালে আজ শেষ দিনের মঞ্চে নাটক কম হয়নি, আর সেই নাটকে ছিলেন দারুণ সব চরিত্র—কাঁধে চোট পাওয়ায় অকেজো একটি হাত নিয়েই ব্যাটিংয়ে নামা ক্রিস ওকস, গাস অ্যাটকিনসনের বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী মনোভাব এবং মোহাম্মদ সিরাজ; শাপমোচন হতে পারে যাঁর আরেক নাম! ছবির গল্পে আসুন দেখে নিই ওভালে শেষ দিনের খণ্ড খণ্ড চিত্র:
১ / ১০
ওভালে আজ পঞ্চম দিনে সকালে ব্যাটিংয়ে নামছেন আগের দিন ইংল্যান্ডের দুই অপরাজিত জেমি স্মিথ ও জেমি ওভারটন। জয়ের জন্য তখন ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান এবং ভারতের ৪ উইকেট
এএফপি
২ / ১০
পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ডের প্রথম ২টি উইকেট নেন সিরাজ। তখন কে জানতেন, দিনটা শুধুই তাঁর! কে জানতেন, অসাধারণ এক শাপমোচনের গল্প অপেক্ষা করছে ভারতের এই পেসারের জন্য
এএফপি
৩ / ১০
ছবিটি ভালো করে দেখুন। কাঁধের হাড় স্থানচ্যুত হওয়ায় বাঁ হাতটি স্লিংয়ে ঝুলিয়ে সোয়েটারের ভেতরে রেখে ব্যাটিংয়ে নামছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। অবিশ্বাস্য এক দৃশ্য! ইংল্যান্ডের শেষ উইকেট হিসেবে আজ ওকসের এভাবে ব্যাটিংয়ে নামার এই ছবি তরুণদের জন্য প্রেরণার, ইংল্যান্ডের সমর্থকদের জন্য মনের ফ্রেমে গেঁথে রাখার মতো এক ছবি। দলের জন্য ওকসের এই ত্যাগ সত্যিই ওভাল টেস্টকে আরও মাধুর্যময় করে তোলে
এএফপি
৪ / ১০
রানের জন্য দৌড়াচ্ছেন ওকস। হাতে তখন প্রচণ্ড ব্যথা। টিভিতে দেখা গেছে, ব্যথায় কুঁচকে যাওয়া মুখেই দলের জন্য রান নিতে প্রান্ত বদল করার দৃশ্য। অন্য প্রান্তে থাকা গাস অ্যাটকিনসন ওকসকে একটি বলও খেলতে দেননি। এক হাতে কীভাবে ব্যাট করবেন! শেষ পর্যন্ত ইংল্যান্ড ওভালে হারলেও কোনো বল না খেলেই শূন্য রানে অপরাজিত থাকা ওকসের এই ইনিংস ইংলিশ ক্রিকেটে ইতিহাসের অংশ হয়ে গেছে
এএফপি
৫ / ১০
ইংল্যান্ডের জয়ের স্বপ্নে অ্যাটকিনসনই ছিলেন একমাত্র ভরসা। ২৯ বলে ১৭ রান করে সেই স্বপ্নে ভালোই তা দিচ্ছিলেন অ্যাটকিনসন। কিন্তু সিরাজের বলে বোল্ড হয়ে স্বপ্ন চূর্ণ হয় তাঁর ও ইংল্যান্ডের। আউট হয়ে ইংল্যান্ডের হার নিশ্চিত হওয়ায় নতমুখে মাঠ ছাড়ছেন অ্যাটকিনসন
এএফপি
৬ / ১০
ওভাল টেস্টে ভারতের নায়ক সিরাজের উদ্‌যাপন। অ্যাটকিনসনকে বোল্ড করে জয়ের আনন্দে ক্রিস্টিয়ানো রোনালদোর ‘সিউ’ উদ্‌যাপন করলেন সিরাজ। গতকাল হ্যারি ব্রুক ১৯ রানে থাকতে তাঁর ক্যাচ মিস করেন, পরে ব্রুক সেঞ্চুরিও তুলে নেন। ভারতকে আজ জিতিয়ে সেই ভুলের শাপমোচন করা সিরাজকেই তো এমন উদ্‌যাপন মানায়!
এএফপি
৭ / ১০
ইংল্যান্ডের হারের পর মাঠ ছাড়ার সময় ওকসকে সান্ত্বনা দিচ্ছেন ভারতের কোচিং স্টাফের এক সদস্য। তাতে টেস্ট ক্রিকেটের মহিমা আরও বাড়ল
এএফপি
৮ / ১০
জয়ের পর ওভালের গ্যালারির সামনে ভারতের ক্রিকেট দলের ল্যাপ অব অনার। অবিস্মরণীয় এই জয় ভারতের খেলোয়াড় থেকে সমর্থকেরাও অনেক দিন মনে রাখবেন
এএফপি
৯ / ১০
মাঠে হয়েছে খেলার লড়াই ও কথার লড়াই। সিরিজ শেষে সেই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ দেখা গেল না ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ও ভারতের অধিনায়ক শুবমান গিলের মুখে। সিরিজ ২-২–এ ড্র করেছে দুই দল
এএফপি
১০ / ১০
ওভালে হারলে সিরিজ হেরে বাড়ি ফিরতে হতো। ভারতের খেলোয়াড়েরা সবাই মিলে তা হতে দেননি। ওভাল টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর আনন্দে ভারত ক্রিকেট দলের সবাই মিলে ছবি তুললেন
এএফপি