পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে নেই বাটলার

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারইনস্টাগ্রাম

কার্ডিফে আজ টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। তৃতীয় সন্তানের জন্মক্ষণে স্ত্রীর পাশে থাকতে এ ম্যাচ খেলবেন না ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। হেডিংলিতে প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ার পর এজবাস্টনে দ্বিতীয় ম্যাচ ২৩ রানে জিতে চার ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।

আরও পড়ুন

এজবাস্টনে পাকিস্তানকে ২৩ রানে হারানোর পর ইংল্যান্ড দল ছেড়ে লন্ডনে বাসায় ফিরে যান বাটলার। তিনি ও তাঁর স্ত্রী লুইস তৃতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষায়। কার্ডিফে আজ স্থানীয় সময় বিকেলে ইংল্যান্ড দলের অনুশীলনে ছিলেন না বাটলার। ক্রিকইনফো জানিয়েছে, বাটলার তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না—এটা মোটামুটি নিশ্চিত।

তবে বৃহস্পতিবার সিরিজে চতুর্থ ও শেষ ম্যাচের আগে বাটলার ইংল্যান্ড দলে ফিরবেন কি না, সেটাও অনিশ্চিত। যদিও ক্রিকইনফো জানিয়েছে, শুক্রবার দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। ব্রিজটাউনে ৪ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।

আরও পড়ুন

বাটলারের অনুপস্থিতিতে তৃতীয় ম্যাচে ওপেন করতে পারেন বেন ডাকেট। কিংবা এজবাস্টনে তিনে নেমে ২৩ বলে ৩৭ করা উইল জ্যাকসকে ওপেন করাতে পারে ইংল্যান্ড। সে ক্ষেত্রে ওপেনিংয়ে উইল জ্যাকসের সঙ্গী হতে পারেন ফিল সল্ট।

স্কাই স্পোর্টসকে জ্যাকস এ নিয়ে বলেছেন, ‘আমি ও ফিল একসঙ্গে অনেক ক্রিকেট খেলেছি—ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছি, যেটা ইংল্যান্ড দলে খেলায় সাহায্য করেছে। আমরা একে অপরের খেলা ভালো বুঝি। আমরা স্বাধীনচেতা ব্যাটসম্যান, টপ অর্ডারে এখন যেমন হয় আরকি।’