বিশ্বকাপের আগে ম্যানচেস্টার সিটির মনোবিদের শরণ বাটলারদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ম্যানচেস্টার সিটির মনোবিদ ডেভিড ইয়াংকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপে খেলোয়াড়েরা চাপে পড়ে যদি মানসিকভাবে নাজুক হয়ে পড়েন, তাহলে ইয়াং সহায়তা করবেন।

এর আগে ২০১৬ থেকে ২০২০ সালে ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছিলেন ইয়াং। সম্প্রতি ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে প্রিমিয়ার লিগের (কিংবা ইংল্যান্ড ফুটবলের শীর্ষ স্তরে) টানা চারটি শিরোপা জেতার ইতিহাস গড়েছে পেপ গার্দিওলার সিটি। ইয়াং কাজ করেন তাদের হয়ে।

এ দফা অবশ্য ইয়াংকে সংক্ষিপ্ত মেয়াদে পরামর্শক হিসেবে নিয়োগ করেছে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই সেটি করতে হয়েছে সিটির অনুমোদন নিয়ে। ইয়াংকে ফেরাতে অবদান আছে অধিনায়ক জস বাটলারেরও। এর আগে ২০১৯ বিশ্বকাপ ফাইনালে পারফর্ম করার পেছনে তাঁর অবদানের কথা উল্লেখ করেছিলেন বাটলার।

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে গতকাল লিডসে বৃষ্টিতে ভেসে যাওয়া সিরিজের প্রথম ম্যাচের আগেই ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ইয়াং। অবশ্য আগামী শনিবার এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। সে ম্যাচের পর আবার বাটলারদের সঙ্গে আগামী সোমবার কার্ডিফে যোগ দেবেন ইয়াং।

অনুশীলনে ইংল্যান্ড দল
ইংল্যান্ড ক্রিকেট এক্স

 ম্যানচেস্টার সিটির সঙ্গে কাজ করার মাঝে পাকিস্তান সিরিজ এবং এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে ইয়াংকে পাবে ইংল্যান্ড, এমন জানিয়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের প্রধান কোচ ম্যাথু মট। ইয়াংকে নেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সে আগেও দলের সঙ্গে ছিল। এরই মধ্যে সে আমার জন্য বড় সহায়ক হয়ে উঠেছে। যাতে আমার দেওয়া বার্তা পরিষ্কার হয়। স্কোয়াড থেকে একটু দূরে থাকা কাউকে পাশে পাওয়াটা সব সময়ই দারুণ। আপনি বার্তাগুলো ঠিকঠাক পৌঁছাতে পারছেন কি না, সেটি নিশ্চিত হওয়া যায়।’

আরও পড়ুন

এমনিতে ইংল্যান্ড এবারের বিশ্বকাপে যাচ্ছে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ভরাডুবির দুঃস্মৃতি সঙ্গী করে। সেটির দিকে ফিরে তাকিয়ে মট বলেছেন, ‘আমরা যেমন ধাক্কা খেয়েছি, সেটি খেলে আপনি স্রেফ এটা ভেবে যেতে পারেন না যে “যা হওয়ার হয়ে গেছে”। আপনাকে দল হিসেবে পুনর্গঠিত হতে হবে।’

মট আরও বলেছেন, ‘আমাদের মনে হচ্ছে এখন ছন্দ ফিরে পাওয়ার সময়। নিজেদের দল হিসেবে মেলে ধরার সুযোগ। আমার মনে হয় ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের অ্যাপ্রোচ বেশি স্পষ্ট থাকে। আমরা আইপিএলেও দেখেছি, আপনাকে মাঠে নেমে শুরু থেকেই দাপুটে হতে হবে। সব দলই এভাবে নামবে, ফলে রোমাঞ্চকর এক বিশ্বকাপ হবে।’

আরও পড়ুন

এদিকে ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে বাটলার বলেছেন, ‘আমার মনে হয় না, সব কিছু ঢেলে সাজাতে হবে—ব্যাপারটি এমন। অথবা লোককে এমন বার্তা দেওয়া, যেটি তারা কখনোই শোনেনি। ভালো ক্রিকেট খেলাটাই মূল। টুর্নামেন্টে ভালো করতে গেলে চাপের মুহূর্তে আপনাকে সত্যিই ভালো করতে হবে। কঠিন মুহূর্তে থেকে ঘুরে দাঁড়াতে হবে। খেলা বুঝতে হবে, ভালো খেলতে হবে। আর মানিয়ে নিতে হবে।’