স্বীকৃত টি–টোয়েন্টির মর্যাদা পেল আমিরাতের আইএল টি–টোয়েন্টি

আইএল টি–টোয়েন্টির প্রথম আসরের ফাইনালে আগে দুই অধিনায়ক ফটো সেশনআইএল টি–টোয়েন্টি

ঘরোয়া টুর্নামেন্টের স্বীকৃত টি-টোয়েন্টি বা লিস্ট ‘এ’ টি-টোয়েন্টির মর্যাদা পাওয়ার প্রধান শর্তই ছিল টেস্ট খেলুড়ে দেশে হতে হবে সেই টুর্নামেন্ট। টেস্ট খেলুড়ে দেশের সব টি-টোয়েন্টি টুর্নামেন্টেরও অবশ্য স্বীকৃত টি-টোয়েন্টির মর্যাদা ছিল। এত দিন তাই তারার মেলা বসিয়েও স্বীকৃত টি-টোয়েন্টি ছিল না যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির।

আইসিসি শেষ পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টির শর্ত শিথিল করেছে। আমিরাতের আইএল টি-টোয়েন্টিকে স্বীকৃত টি-টোয়েন্টির মর্যাদা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। সহযোগী দেশের ক্রিকেট বোর্ড আয়োজিত প্রথম টুর্নামেন্ট হিসেবে এই স্বীকৃতি পেল আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

এ পর্যন্ত মাত্র একটি আসরই হয়েছে আইএল টি-টোয়েন্টির। দ্বিতীয় আসর শুরু হবে আগামী মাসে। নতুন টুর্নামেন্ট হলেও মানসম্পন্ন খেলোয়াড়দের অংশগ্রহণের কারণে এরই মধ্যে বিশ্বের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্বীকৃতি পেয়ে গেছে আমিরাতের এই প্রতিযোগিতা।

দর্শকের কমতি ছিলা আইাএল টি–টোয়েন্টির প্রথম আসরে
আইএল টি–টোয়েন্টি

স্বীকৃত টি-টোয়েন্টির মর্যাদা পাওয়াটাকে বড় এক মাইলফলক হিসেবেই দেখছে আয়োজকেরা। লিগটির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘লিস্ট এ মর্যাদা পাওয়াটা ডিপি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির জন্য বড় এক মাইলফলক। এই স্বীকৃতির জন্য আইসিসিকে ধন্যবাদ। এই স্বীকৃতিই আমাদের লিগের শক্তি ও মান বোঝাচ্ছে।’

আরও পড়ুন
ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শাহিন আফ্রিদি, অ্যালেক্স হেলস, শিমরন হেটমায়ার, ক্রিস জর্ডান, ট্রেন্ট বোল্ট, নিকোলাস পুরান, ক্রিস ওকস, মহিশ তিকশানা ও রহমানউল্লাহ গুরবাজের মতো তারকারা খেলবেন আইএল টি-টোয়েন্টিতে।

আইএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৯ জানুয়ারি, ফাইনাল ১৭ ফেব্রুয়ারি। এ সময়েই বাংলাদেশে বিপিএল, দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ, নিউজিল্যান্ডে সুপার স্ম্যাশ ও পাকিস্তানে পিএসএল হওয়ার কথা। তবু ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শাহিন আফ্রিদি, অ্যালেক্স হেলস, শিমরন হেটমায়ার, ক্রিস জর্ডান, ট্রেন্ট বোল্ট, নিকোলাস পুরান, ক্রিস ওকস, মহিশ তিকশানা ও রহমানউল্লাহ গুরবাজের মতো তারকারা খেলবেন আইএল টি-টোয়েন্টিতে।

ছয় দলের আইএল টি-টোয়েন্টির তিনটি ফ্র্যাঞ্চাইজি আবুধাবি নাইট রাইডার্স, দুবাই ক্যাপিটালস ও এমআই এমিরেটস। আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারীরা এই তিন ফ্র্যাঞ্চাইজিরও মালিক।

আরও পড়ুন