বিশ্বকাপের জন্য ২৩ ক্রিকেটারের ভিসা

বাংলাদেশ দলের দৃষ্টি এখন টি–টোয়েন্টি বিশ্বকাপেপ্রথম আলো

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষত সারেনি। এর মধ্যেই সাদা বলের ক্রিকেটের আবহে ঢুকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট–সূচির এই এক বিড়ম্বনা। এক সিরিজের রেশ কাটতে না কাটতেই খেলোয়াড়দের মনোযোগ দিতে হয় আরেকটিতে। আর শুধু কি দ্বিপক্ষীয় সিরিজ, এখন তো এক বিশ্বকাপ শেষ হতে না হতেই দুয়ারে চলে আসে আরেকটি বিশ্বকাপ!

গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবন থেকে জাতীয় দলের খেলোয়াড়দের পরিপাটি হয়ে দুটি বাসে করে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যেতে দেখে এ রকমই মনে হচ্ছিল।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শেষ হয়েছে গত পরশু সকালে। কাল ঢাকা প্রিমিয়ার লিগের খেলা ছিল না। সাদা ও লাল বলে জাতীয় দলের খেলোয়াড়েরা তাই মিরপুরে জড়ো হতে পেরেছেন। সেখান থেকে আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসার কার্যক্রম সেরেছেন ২৩ জন ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি দলের খেলোয়াড়দের বাইরে কাল দূতাবাসে গেছেন আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, জাকির হাসান। ছিলেন মোস্তাফিজুর রহমানও। আইপিএল থেকে ভিসার প্রক্রিয়া সারতে তিনি জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন। পাসপোর্ট হাতে পেলেই তাঁর আবার ভারতের টিকিট কাটার কথা।

এর বাইরে আগে থেকেই যুক্তরাষ্টের ভিসা আছে সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন ও নুরুল হাসানের। সব মিলিয়ে এই দলটাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল বললেও ভুল হবে না। কাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, এই ২৭ ক্রিকেটারের তালিকা থেকে ১৫ সদস্যের বিশ্বকাপের দল ঘোষণা করবেন নির্বাচকেরা। তাঁর কথা, ‘ভিসা তো ২৭-৩০ জনের মতো করে রাখা হচ্ছে। এখান থেকে চূড়ান্ত ১৫ জানতে পারবেন পরে।’

আরও পড়ুন

বুঝতেই পারছেন, দুই মাস পরের বৈশ্বিক আসরের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর অতীতের মতো এবারও টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক ব্যর্থতা ধীরে ধীরে আলোচনা থেকে হারিয়ে যাবে। যদিও কাল জালাল ইউনুস আশ্বাস দিয়েছেন, টেস্ট ক্রিকেটের ব্যর্থতা খতিয়ে দেখবেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘ঈদের পর নির্বাচক, কিছু খেলোয়াড়, ক্রিকেট অপারেশনস, আমরা সবাই বসব। আমরা রিভিউ করব।’

২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ
আইসিসি

জাতীয় দলের খেলোয়াড়েরা আপাতত ব্যস্ত হবেন ঢাকা লিগে। ঈদের ছুটিতে যাওয়ার আগে ৭ এপ্রিল পর্যন্ত প্রিমিয়ার লিগের খেলা চলবে। ১৫ এপ্রিল থেকে শুরু লিগের দশম রাউন্ড। সব ঠিক থাকলে ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩, ৫, ৭ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম তিন ম্যাচ। ১০ ও ১২ মের শেষ দুটি ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। মে মাসে আরও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের হিউস্টনে ২১, ২৩ ও ২৫ মে এই তিনটি ম্যাচ খেলবেন নাজমুলরা।

আরও পড়ুন

বিশ্বকাপের জন্য যাঁদের ভিসা করা হচ্ছে

নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, তাসকিন আহমেদ, আলিস আল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, হাসান মাহমুদ, লিটন দাস, তাওহিদ হৃদয়, খালেদ আহমেদ, জাকির হাসান। ভিসা আছে যাঁদের—সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান।