চোট থেকে ফেরা মহারাজকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল

চোট কাটিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন কেশব মহারাজছবি : সিএসএ

এ বছরের মার্চে মারাত্মক চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। অনেকেই সন্দেহ করেছিলেন, বিশ্বকাপে হয়তো মহারাজের খেলা হবে না।

কিন্তু অবিশ্বাস্যভাবে চোট থেকে সেরে উঠে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন কেশব মহারাজ। আজ বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সেই চোট পাওয়ার পর ভাবা হয়েছিল, মহারাজ এ বছর আর মাঠে নামতে পারবেন না। কিন্তু সুস্থ হয়ে ওঠার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলেও ডাক পেয়েছেন, এরপর তাঁকে ফিটও ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের জন্য।

৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন কেশব মহারাজ ও তাব্রেইজ শামসি। এ ছাড়াও ব্যাটসম্যান এইডেন মার্করামও খণ্ডকালীন স্পিনার হিসেবে হাত ঘোরাতে পারেন।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল :
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, তাব্রেইজ শামসি ও রেসি ফন ডার ডুসেন।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার মধ্যে আরেকটি বড় খবর হলো, দলের উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক এই বিশ্বকাপের পরই ওয়ানডে ছাড়বেন। স্কোয়াডে মোট ১৫ খেলোয়াড়ের মধ্যে মাত্র ৭ জনের এর আগে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে। বাকি ৮ জনের জন্য এটাই প্রথম বিশ্বকাপ।