অ্যাশেজে স্মিথকে আউটের উপায় খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে অ্যান্ডারসন–ব্রড

স্মিথকে থামানোর উপায় খুঁজছেন অ্যান্ডারসন–ব্রডছবি : ইসিবি

সর্বশেষ দুই অ্যাশেজের সর্বোচ্চ রান স্টিভেন স্মিথের। ইংল্যান্ডে হওয়া ২০১৯ আসরে ৪ টেস্টে ৭৭৪ রান তুলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। আরেকটি অ্যাশেজ যখন সামনে, ইংলিশ বোলারদের পরিকল্পনার প্রথম দিকেই আছে স্মিথের নাম।

ইংল্যান্ডের দুই পেসার জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রড মিলে স্মিথকে আটকানোর উপায় খুঁজছেন। এ নিয়ে শুধু কোচ–বিশ্লেষকদের সঙ্গে আলোচনাই করেননি, স্মিথকে আটকাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারস্থও হয়েছেন। জানতে চেয়েছেন কীভাবে আউট করা যাবে স্মিথকে, এসেছে জবাবও। যা জেনে ব্রড-অ্যান্ডারসনরা ‘ধন্যবাদ’ তো দিয়েছেনই, আবার মজাও পেয়েছেন।

আগামী মাসে শুরু হতে যাওয়া অ্যাশেজ নিয়ে একটি প্রচারণামূলক ভিডিও তৈরি করেছে স্কাই স্পোর্টস। ভিডিওতে অ্যাশেজ এআই বটের সঙ্গে কথোপকথন চালাতে দেখা যায় ব্রড-অ্যান্ডারসনকে। আলাদাভাবে দুজনই বটের কাছে স্মিথকে আউটের উপায় জানতে চান। অ্যান্ডারসনকে দেওয়া বটের উত্তর ছিল এ রকম, ‘স্মিথকে আউট করা চ্যালেঞ্জিং হবে। তবে কিছু টিপস কাজে লাগতে পারে। যেমন ১. কুশলী ফিল্ডিং সাজানো, ২. বোলিংয়ে বৈচিত্র্য রাখা, ৩. ধারাবাহিকতা ধরে রাখা, ৪. দুর্বলতা নিয়ে কাজ করা, ৫. মানসিকভাবে শক্ত থাকা।’

প্রথম টেস্টে স্মিথকে আউট করার উপায় নিয়ে জিজ্ঞেস করেন ব্রডও। জবাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বট লেখে, ‘কিছু কৌশল অনুসরণ করা যায়—১. তাঁকে আউট করতে বোলার-ফিল্ডাররা চেষ্টা করতে পারে। ২. শর্ট বল ব্যবহার করা যায়: স্মিথ শর্ট বলে দুর্বল, ৩. আঁটসাঁট লাইন-লেংথে বোলিং করা, ৪. বলে গতি বদলানো, ৫. তাঁর দুর্বলতা জানা।
সবশেষে বট ব্রডকে লেখে, ‘জেনে রাখতে হবে স্টিভেন স্মিথ একজন অসাধারণ ব্যাটসম্যান। সুতরাং এসব কৌশলেও তাঁকে আউট করার নিশ্চয়তা নেই।’ বটের জবাব শুনে জোরে হেসে ওঠেন ব্রড।

১৬ জুন এজবাস্টন টেস্ট দিয়ে শুরু হবে পাঁচ টেস্টের অ্যাশেজ।

আরও পড়ুন